ঝাড়ফুঁকের জেরে প্রাণ গেল ২ শিশুর

কুসংস্কারের বলি ২ শিশু। কার্যত বিনা চিকিৎসায় ২ শিশুর মৃত্যু হয়েছে মালদহের গাজোলে কদমতলি গ্রামে। খেলতে গিয়ে অসুস্থ পড়ে তারা। কিন্তু চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে তাদের পরিবার দ্বারস্থ হন ওঝার কাছে। ঝাড়ফুঁকের জেরে মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

গ্রামবাসীদের অভিযোগ, শুক্রবার বিকেলে খেলতে যায় ৩ থেকে ৭ বছর বয়সী ৪ শিশু। অসুস্থ হয়ে পড়ে প্রত্যেকে। এরপর চিকিৎসকের কাছে না গিয়ে তাদের সুস্থ করতে ওঝা ডাকা হয়। ঝাড়ফুঁক করা হয় তাদের। অসুস্থ ৪ শিশুর মধ্যে মারা যায় ২ জন। এরপর আরও ২ শিশুকে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস বলেন, কেন তাদের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হল না। ঘটনায় গ্রেফতার হয়েছে ওঝা আব্দুল রফিক।

আরও পড়ুন-শহরে মাদক পাচারের বড়সড় চক্রের হদিশ, ধৃতদের জেল হেফাজত

Previous articleব্যান করা হল ম্যাঞ্চেস্টার সিটিকে! কিন্তু কেন?
Next articleসাধারণ মানুষের দাবি পূরণ! সপ্তাহে ২দিনের পরিবর্তে ৫দিন চলবে বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস