সাধারণ মানুষের দাবি পূরণ! সপ্তাহে ২দিনের পরিবর্তে ৫দিন চলবে বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস

অবশেষে সাধারণ মানুষের দাবি পূরণ করল ভারতীয় রেল। বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস সপ্তাহে দু’দিন সোম ও মঙ্গলবার হাওড়া-বালুরঘাট এর মধ্যে চলত। তবে বৃহস্পতিবার বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস ট্রেনটির পাঁচদিনের যাত্রা শুরুর অনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার সাংসদ ড: সুকান্ত মজুমদার। ট্রেনটিকে সপ্তাহে পাঁচদিন চভালু করার ব্যাপারে এলাকার সাংসদ থেকে শুরু করে লোকসভার বিরোধী দলনেতা সকলেই দাবি জানিয়েছিলেন। বিষয়টি নিয়ে সাংসদ ডঃ সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী দুইজনেই আলাদাভাবে রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দেখাও করেছিলেন। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে গত মাসে রেলভবন ট্রেনটি সপ্তাহে পাঁচদিন চালানোর অনুমোদন দেয়।

আরও পড়ুন-ব্যান করা হল ম্যাঞ্চেস্টার সিটিকে! কিন্তু কেন?

Previous articleঝাড়ফুঁকের জেরে প্রাণ গেল ২ শিশুর
Next articleবিধায়ক তহবিলের টাকা বৃদ্ধির আবেদন খোদ তৃণমূল বিধায়কের