Sunday, January 11, 2026

পুলকার চালকের লাইসেন্স কোথায়? কোথায় গাড়ির কাগজ? তদন্তে নেমে হতবাক পুলিশ

Date:

Share post:

পোলবায় পুলকার দুর্ঘটনার তদন্তে নেমে হতবাক পুলিশ। একের পর এর অনিয়মের অভিযোগ সামনে আসছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির নেই বৈধ কাগজ। খোঁজ নেই মালিকেরও। এমনকী, পুলকার চালকও দেখাতে পাচ্ছেন না লাইসেন্স।

এসএসকেএমে চিকিৎসাধীন ছাত্রের বাবা শনিবার অভিযোগ করেন, যে পুলকারে তাঁদের সন্তানদের তুলে দিতেন, শেষ পর্যন্ত স্কুল অব্দি যেত না সেই পুলকার। মাঝ রাস্তায় হাত বদল হত চালকে। এদিন পুলিশের তদন্তেও উঠে এসেছে একই তথ্য। শামিম আখতার নামে এক ব্যক্তির সঙ্গে কথা হয়, স্কুলে নিয়ে যাওয়ার জন্য। পড়ুয়াদের বাড়ি থেকে পুলকারে তুলতেন শামিম নিজেই। এরপর মাঝ রাস্তায় পবিত্র নামে এক চালক পুলকারে পড়ুয়াদের নিয়ে যায়। অর্থাৎ হাত বদল হত চালকে। পুলিশ সূত্রের খবর, পবিত্রর পুলকার চালানোর কোনও অভিজ্ঞতা নেই। এমনকী লাইসেন্সও দেখাতে পারছেম না তিনি। প্রায় প্রতিদিনই এই কাজ করত শামিম। অন্যদিকে গত বছর মার্চ মাসে সিঙ্গুরের বাসিন্দা রোহিত কোলের থেকে গাড়ি কেনেন শামিম। কিন্তু দুর্ঘটনাগ্রস্ত গাড়ির কাগজ দেখাতে পারছে না। এই ঘটনার পর থেকে নিখোঁজ শামিম আখতার।

পুলকার দুর্ঘটনার পর যান নিয়ন্ত্রণে তৎপর পুলিশ। গতকাল পোলবার দুর্ঘটনায় আহত হয়েছে ছোট ছোট স্কুলের ছাত্ররা। শুক্রবার এলাকা পরিদর্শন করে পুলিশ আধিকারিকরা জানিয়েছিলেন যানবাহন চলাচলের উপর নজরদারি চালাবে পুলিশ। সেই কথা মতো শনিবার পোলবায় হাইওয়ের উপর কড়া নজরদারি শুরু করল পুলিশ প্রশাসন। গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ থেকে শুরু করে দেখা হচ্ছে গাড়ির বৈধ কাগজপত্র।

আরও পড়ুন-“বিদেশের টাকায় বিরিয়ানি”, কলকাতার ‘শাহিনবাগ’ নিয়ে এ কী বললেন দিলীপ ঘোষ!

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...