Saturday, November 22, 2025

পুলকার নিয়ে অভিভাবক-স্কুল কর্তৃপক্ষকে সতর্ক হওয়ার আবেদন শিক্ষামন্ত্রীর

Date:

চিকিৎসাধীন আহত দুই শিশুকে রবিবার এসএসকেএম হাসপাতালে গিয়ে দেখলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসকেএম-এর ট্রমা সেন্টার আহত পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি। চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিক্ষামন্ত্রী জানান, শিশুদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে।

এরপরই শিক্ষামন্ত্রী জানান, পুলকারের উপরে নাজদারি চালানোর জন্যে স্কুল শিক্ষা সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলগুলোকে পুলকার-এর উপরে নাজদারি চালানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, স্কুলগুলোর উপরে দায়িত্ব পড়ে যে তারা পুলকার কী অবস্থায় রয়েছে সেইদিকে যেন নজর রাখে। পাশাপাশি, যাতে প্রত্যেক পুলকারের ড্রাইভার-এর লাইসেন্স-সহ ছবি থাকে এবং তার সমস্ত যাবতীয় নথিপত্র ঠিক আছে কিনা সেটাও স্কুল কর্তপক্ষের কর্তব্য-এর মধ্যে পড়ে।

আসলে শিক্ষামন্ত্রী বোঝাতে চেয়েছেন, নিজেদের এক্তিয়ারের মধ্য থেকে রাজ্য সরকার নিজেদের কাজ করবে। কিন্তু বিভিন্ন স্কুলকেও সচেতন হতে হবে এই বিষয়ে।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের সমালোচনা করে বলেন, যেখানে প্রধানমন্ত্রী এনআরসি, এনপিআর লাগু হবেই বলে দাবি জানিয়েছেন। তিনি বলেন, মোদি এমন আচরণ করছেন, যেন তিনিদেশের প্রধানমন্ত্রী নন, মনে হয় তিনি শুধুমাত্র বিজেপি’র প্রধানমন্ত্রী। তাই দেশের মানুষের চিন্তা, তাঁদের আবেগ ও তাঁদের চাহিদার উপরে মোদির নজর নেই বলেও কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায়।

Related articles

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...

এসআইআর কাজে বিএলওদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে! জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এর কাজ যাতে নির্বিঘ্নে এগোয়, সেই নির্দেশ ফের স্পষ্ট করল নবান্ন।...

রুক্মিনীর উপস্থিতিতে গোয়ার চলচ্চিত্র উৎসবে ‘হাঁটি হাঁটি পা পা’-র প্রথম স্ক্রিনিং

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অর্থাৎ গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম স্ক্রিনিং হল চিরঞ্জিৎ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র (Rukhmini...

খালিদের দলে বাড়ছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের সংখ্যা! জল্পনা বাড়ালেন ইয়ান

জাতীয় দলে বাড়ছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের সংখ্যা! রায়ান উইলিয়ামস ইতিমধ্যেই  ভারতীয় দলে খেলার ছাড়পত্র পেয়েছেন। এবার ভারতীয় দলের...
Exit mobile version