কারখানা বন্ধ হলে ইপিএফের টাকাও বন্ধ!

মোদি সরকারের আর এক শ্রমিক বিরোধী সিদ্ধান্ত। কর্মচারী বেতন না পেলে ইপিএফেরও দাবি জানাতে পারবে না। নয়া নিয়মে বন্ধ থাকা সংস্থার কর্মীদের আরও দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলতে পারে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি একটি বেসরকারি সংস্থা ইপিএফ অ্যাপিলেট ট্রাইব্যুনালে মামলা করে। সেই মামলায় রায় দিতে গিয়ে বিচারপতি জানান, বন্ধ সংস্থার কর্মীদের ইপিএফের টাকা দেওয়া বাধ্যতামূলক হতে পারে না। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে মামলা হয়। তারপরই কেন্দ্রীয় সরকার এ নিয়ে নয়া আইন আনার ভাবনা শুরু করেছে। এই মুহূর্তে কোনও সংস্থায় ২০জন কর্মী থাকলে ইপিএফের আওতায় আসে। মাসে নূন্যতম ১৫হাজার টাকা বেতন পেলে ইপিএফের আওতায় আসবেন কর্মী। মূল বেতন ও মহার্ঘ ভাতার ১২% এপিএফে যায়। কর্তৃপক্ষ আরও ১২% দেয়। ওই ২৪% উপর মাসিক ৮.৩৩% সুদ দেওয়া হয়। প্রতি মাসের ১৫ তারিখে তা জমা দিতে হয়।

আরও পড়ুন-যতই চাপ আসুক, 370 ধারা বা সিএএ নিয়ে সিদ্ধান্ত বদলাবে না সরকার: প্রধানমন্ত্রী

Previous articleকাকে বৌমা করতে চেয়েছিলেন ইন্দিরা, জানেন ?
Next articleঅস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্ট খেলবেন কোহলিরা