Saturday, August 23, 2025

ফুটপাতের চা খেতে খসবে তিন লাখ!

Date:

Share post:

প্রায় তিন লাখ টাকা কেজি চা। তাও আবার কোনও পাঁচ তারা হোটেল বা রেস্টুরেন্টে নয় ফুটপাতের ওপর এই স্টল। স্টলটি মুকুন্দপুরের বাইপাস লাগোয়া ফুটপাতে। বহুদূর থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে সেখানে চায়ের স্বাদ নিতে। স্টলটিতে রয়েছে একটি ছাতা, বিভিন্ন রঙের প্লাস্টিকের চেয়ার এবং একটি টেবিলে কাচের জারে সাজানো রয়েছে বিভিন্ন দেশের হরেক রকম চা। আফ্রিকার ক্যারামেল টি থেকে জার্মানির ক্যামোমাইল ফ্লোরাল টি, মেক্সিকোর টি সেন থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্লু টি।

দোকানের মালিক পার্থপ্রতিম গঙ্গোপাধ্যায়। তিনি জানান, তাঁর ভাড়ারে প্রায় ৭২ রকমের চা রয়েছে। বাঙালিরা লাল চা, দুধ চা, লেবু চা, আদা চা ছাড়া আর কিছু বোঝে না বলে তাঁর মনে হয়। এই চায়ের সঙ্গেই পরিচয় করিয়ে দিতে তিনি চাকরি ছেড়ে চায়ের দোকান খুলেছেন। তাঁর কাছে চায়ের পেয়ালার প্রতি দাম শুরু ১২ টাকা থেকে। ২০ টাকা, ৪০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, এমনকী ১০০০ টাকার ‘সিলভার টি’-ও লোকে খাচ্ছেন ফুটপাতে বসে। তিনি আরও জানান, সিলভার নিডল হোয়াইট টি’র কেজি প্রতি দাম ২ লক্ষ ৮০ হাজার টাকা, ব্ল্যাক থান্ডার ১ লক্ষ ৬৬ হাজার, হোয়াইট পার্ল ও সাউথ আফ্রিকার মেট টি ২৪ হাজার। সাউথ-ইস্ট এশিয়ার ব্লু টি ৩৬ হাজার। ল্যাভেন্ডার টি ১৮ হাজার। ক্লোনাল টি ৩২ হাজার। মাস্কাটেল ৩৬ হাজার। মাচা টি ১৫ হাজার। মরোক্কান মিন্ট টি ৪০ হাজার। ডার্ক চকোলেট ডিলাইট টি ৪০ হাজার। দোনিও পোলো ওয়ার্ল্ড ৫০ হাজার। লেবানিজ টি ১৭ হাজার। স্ট্রবেরি ভ্যানিলা সেরেনিটি ৩৮ হাজার।

আরও পড়ুন-প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এড়াতে এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে সিল প্যাকেট

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...