মহানাগরিক পদে সুব্রত মুখোপাধ্যায় কি ফিরছেন? জল্পনা তুঙ্গে

কলকাতা পুরসভার মেয়র পদে কি ফিরছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়? তৃণমূল অন্দরে ইদানিং জোরদারভাবেই চলছে এই চর্চা৷

জানা গিয়েছে, বর্তমান মেয়র ফিরহাদ হাকিম নাকি ঘনিষ্ঠ মহলে কলকাতার মেয়র পদ থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। কারণ হিসাবে মন্ত্রীপদের ব্যস্ততাকেই নাকি তুলে ধরেছেন তিনি৷ এ ছাড়াও সুপ্রিমোর নির্দেশে দলের কাজে গোটা রাজ্য তাঁকে ঘুরতে হয়৷ সে কারনেই কলকাতার মেয়র পদ থেকে সরতে চান ববি হাকিম৷

তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার প্রথম মেয়র সুব্রত মুখোপাধ্যায়৷ ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত মেয়র পদে ছিলেন তিনি৷ শহরের উন্নয়নের প্রশ্নে আজও দৃষ্টান্ত হিসাবে সুব্রত মুখোপাধ্যাযয়ের কাজকর্মের কথাই টেনে আনেন বিরোধীরাও৷
সুব্রতবাবু বর্তমানে কলকাতার বালিগঞ্জ কেন্দ্রের বিধায়ক এবং রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী৷ ২০১৯-এর লোকসভা ভোটে সুব্রতবাবুর বালিগঞ্জ কেন্দ্র থেকে দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায় প্রায় ৫৫ হাজার ভোটে এগিয়ে ছিলেন৷ দক্ষিণ কলকাতায় এই কেন্দ্রেই তৃণমূলের লিড ছিলো সর্বাধিক৷

তৃণমূল সূত্রে খবর, সুব্রতবাবু সম্ভবত একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী না-ও হতে পারেন৷ বালিগঞ্জ কেন্দ্র নিয়ে তৃণমূলের বিশেষ কিছু পরিকল্পনা আছে৷ সে কারনেই সুব্রতবাবুকে রাজ্যসভা অথবা কলকাতা পুরসভার মেয়র পদের জন্য ভাবা হচ্ছে৷ যদিও সাংসদ হতে সুব্রতবাবু রাজি নন৷ তাই তাঁর নাম উঠে এসেছে কলকাতার ‘মহানাগরিক’ পদে৷ এই সব কথাই অসমর্থিত সূত্রের৷ চূড়ান্ত নাম অবশ্যই ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
তবে, রাজনৈতিক মহলের ধারনা, পরিবর্তিত পরিস্থিতিতে মেয়র পদে পরীক্ষিত এবং সফল মুখ সামনে রেখেই তৃণমূল কলকাতার ভোটে যাবে৷

আরও পড়ুন-স্থান-কাল-পাত্র দেখে আন্দোলন হোক, এবার শাহিনবাগ মামলায় মধ্যস্থকারী নিয়োগ সুপ্রিম কোর্টের

Previous articleফুটপাতের চা খেতে খসবে তিন লাখ!
Next articleকবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর