ঘরের ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ চন্দননগর

ঘরের ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ চন্দননগর। মঙ্গলবার, ভোরে মুম্বইয়ের একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় চন্দননগরের ভূমিপুত্র বিশিষ্ট অভিনেতা তাপস পালের। সেই খবর এসে পৌঁছাতেই শোকের ছায়া এলাকায়। ১৯৫৮ সালের ১৯ সেপ্টেম্বর চন্দননগরে জন্মগ্রহণ করেছিলেন তাপস। ছোটবেলাও কেটেছিল সেখানেই। হুগলি মহসিন কলেজ থেকে স্নাতক হন তিনি। তারপর কলকাতায় চলে এলেও চন্দননগরের সঙ্গে তাঁর যোগযোগ বিচ্ছিন্ন হয়নি। ভালবাসতেন নিজেকে সেখানকার মানুষ হিসেবে ভাবতে। মঙ্গলবার, তাঁর মৃত্যুর খবর চন্দননগরে পৌঁছতেই শোকাচ্ছন্ন হয়ে পড়েন আত্মীয় থেকে স্থানীয় বাসিন্দারা। ছোটবেলার বন্ধুদের স্মৃতিতে উঠে আসে তাপসের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ঘটনা।

আরও পড়ুন-মৃত্যুটা হয়ত একটু অন্যরকম হতে পারত: সুদীপ্তা

Previous articleমৃত্যুটা হয়ত একটু অন্যরকম হতে পারত: সুদীপ্তা
Next articleকামারহাটি পুরসভার চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ? জল্পনা তুঙ্গে