কামারহাটি পুরসভার চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ? জল্পনা তুঙ্গে

শিরোনামে মদন মিত্র৷

কামারহাটিতে মদন মিত্রকে সামনে রেখেই সম্ভবত পুরভোটে যাচ্ছে তৃণমূল কংগ্রেস৷ ভোট-পরবর্তী পরিস্থিতিতে কামারহাটি পুরসভার চেয়ারম্যানও হতে পারেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র৷
তৃণমূল অন্দরের খবর, দলের নির্দেশে মদন মিত্র সেখানে নিয়মিত সময় দেওয়া শুরু করেছেন৷ পুরভোটে কোন ওয়ার্ড থেকে প্রার্থী হবেন তিনি, তাও নির্দিষ্ট হয়েছে৷

ওদিকে, একুশের বিধানসভা নির্বাচনে কামারহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে প্রবলভাবে উঠে এসেছে  কামারহাটির বর্তমান চেয়ারম্যান গোপাল সাহার নাম৷ যদিও গোপালবাবু পুরভোটেও প্রার্থী হচ্ছেন৷

পারিপার্শ্বিক কিছু কারণে মূল রাজনীতি থেকে বেশ কিছুদিন সরে থাকতে মদন মিত্র বাধ্য হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফিরিয়ে আনেন ভাটপাড়া উপনির্বাচনে প্রার্থী করে। ওই ভোটে মদন পরাজিত হলেও অতীতে দলের এবং সরকারের বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মদন মিত্র। তাঁর ঘনিষ্ঠদের দাবি, “দাদা-র জনপ্রিয়তা এতটুকুও টাল খায়নি”। সোশ্যাল মিডিয়া লাইভের জেরে কয়েকগুণ বেড়েও যায় তাঁর ভক্তসংখ্যা। ধারাবাহিকভাবেই কোনও না কোনও ইস্যুতে সরব মদন৷ তবে ইদানিং দলের নির্দেশেই মদন মিত্র কিছুটা নীরব৷ তবে দলের অন্দরের খবর, কামারহাটির ভোট নিয়েই তাঁকে পুরো সময় দিতে বলা হয়েছে৷ জল্পনা যদি বাস্তবায়িত হয়, তাহলে কিছুদিনের মধ্যেই কামারহাটি পুরসভা নতুন চেয়ারম্যান পেতে চলেছেন, নাম, মদন মিত্র৷

আরও পড়ুন-কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, আসানসোলের পুরভোট সম্ভবত ২৪ এপ্রিল, নবান্নের খবর

Previous articleঘরের ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ চন্দননগর
Next articleজেলবন্দি থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিল, তাপস পালের মৃত্যুতে বিবৃতি অধীর চৌধুরীর