ভারতে ঘুরছেন ডোনাল্ড ট্রাম্প, ওদিকে চুল ছিঁড়ছে গুগল

সপরিবারে ভারত ঘুরছেন মার্কিন প্রেসিডেন্ট, ওদিকে নাজেহাল গুগল !
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভারত সফর ঘিরে মার্কিনীদের কৌতূহলের শেষ নেই৷ আর এই কৌতূহল মেটাতে প্রাণান্তকর অবস্থা গুগলের৷ ট্রাম্পের এই ভারত সফর নিয়ে ওদেশের লোকজনের প্রশ্নের ধরনও বিচিত্র৷ ভারত কী? নমস্তে কী? মোদি কে? এসব প্রশ্নের উত্তর দিয়েই চলেছে গুগল৷ গুগলের হিসেব বলছে, ২৪ ফেব্রুয়ারি ভারত কী আর কোথায়? এই প্রশ্ন সবচেয়ে বেশি হিট করেছিল! মোতেরা স্টেডিয়ামের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল “নমস্তে ট্রাম্প”। এই নমস্তে মানে কী? সেই কৌতুহল প্রশমন করতে গুগলের দ্বারস্থ মার্কিনীরা।

মঙ্গলবার, তাজমহল, ভারতের ভৌগলিক অবস্থান, ভারতের জনসংখ্যা নিয়ে প্রশ্নের পর প্রশ্ন হিট করেছে গুগলে।
গুগল বলছে, নিউ জার্সি, ইন্ডিয়ানা, জর্জিয়া আর কলম্বিয়া সবচেয়ে বেশি উৎসাহ দেখিয়েছে ভারতকে জানতে। অক্লান্তভাবে গুগল- ও উত্তর দিয়েই চলেছে৷

আরও পড়ুন-ভারত-মার্কিন সমঝোতা একুশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ : মোদি

Previous articleপুলিশের সামনেই প্রখ্যাত এক মহিলা বক্সারকে হেনস্থার অভিযোগ, ধৃত ৩
Next articleআমেরিকার সঙ্গে ৩০০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি ভারতের