Breaking: সবুজ মেরুনের সাহিলের জন্য এগিয়ে এল অ্যাডামাস ইউনিভার্সিটি

অনূর্ধ্ব ১৯ স্কুল পড়ুয়া মোহনবাগানের সেরা আবিষ্কার । আই লিগের হাতছানি, এবার আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন না সবুজ মেরুনের শেখ সাহিল। আগামী ১২মার্চ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু ওই সময় পরীক্ষা চলাকালীন আই লিগের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে । সবুজ মেরুনের কাছে আই লিগ জয়ের হাতছানি । দলের সেই সুযোগ কে হাতছাড়া করতে চান না সাহিল। এমনকি ভালো খেলতে পারেল জাতীয় দলে ডাক পেতে পারেন সাহিল। তাই পরীক্ষা না দিয়ে খেলায় মন দিতে চান ।
কিন্তু আরও বড় চমক অপেক্ষা করছিল সাহিদের জন্য । তাঁকে সাহায্য করতে এগিয়ে এল অ্যাডামাস ইউনিভার্সিটি । সাহিল উচ্চ মাধ্যমিক পাশ করলেই মাত্র এক টাকার বিনিময়ে এই বিশ্ববিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পড়ার সুযোগ পাবে সে।
আচার্য জানিয়েছেন, এমন প্রতিভা সবসময়ই প্রতিষ্ঠানের সম্পদ। তাকে আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত। অ্যাডামাস এর এই সিদ্ধান্তে দোটানায় খোদ সাহিল। সকলেই চাইছে খেলার পাশাপাশি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা ও দিক সাহিল। অ্যাডামাস এর এই উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকুক সকলের কাছে ।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleভুবনেশ্বরে আজ মুখোমুখি অমিত-মমতা, CAA-এর পর এই প্রথমবার