‘বরুণবাবুর বন্ধু’ বদলে দিল জীবন

সমসাময়িক রাজনীতির ছোঁয়া নিয়ে তৈরি হয়েছে বরুণবাবুর বন্ধু। শুক্রবার মুক্তি পেয়েছে অনীক দত্ত পরিচালিত ছবি। রাজনীতির পাশাপাশি ছবিতে রয়েছে পারিবারিক গল্পও। বাড়ির কর্তা বরুণবাবুর। হঠাৎই তাঁর জীবন বদলে যায়। তাঁর বাড়িতে আসছেন তাঁরই ছোটবেলার বন্ধু, যিনি দেশের রাষ্ট্রপতি। চিঠি পাঠিয়ে তিনি জানিয়েছেন বরুণবাবুকে। রাষ্ট্রপতির বন্ধুর চিঠি নিয়ে পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাউন্সিলর থেকে লোকাল নেতা সবাই উত্তেজিত। প্রত্যেকের কিছু না কিছু চাহিদা আছে। এই ছবিতে মিউজিক বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই কাজটি সুচারুভাবেই করেছেন সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। অনীক দত্তের বাড়িতে বসে আড্ডায় বসেন বিদীপ্তা, শ্রীলেখা, অর্পিতা, দেবলীনারা।

সিনেমা প্রসঙ্গে পরিচালক জানান, ‘‘বরাবরই মনে হয় একজন অভিনয় করছেন, তখন কেন লতা মঙ্গেশকর কেন বেজে উঠবে? বিশেষত, যখন অভিনেতা গান গাইতে পারেন তখন এই আপস কেন করব?’’ সিনেমার দেবজ্যোতি মিশ্র বলেন, ‘‘অনীক তাঁর নিজস্ব ঘরানায় শ্রেষ্ঠ। বরুণবাবুর বন্ধুই এমন যা বাঙালি দেখতে চান। ফলে সেই ঘরানার কথা মাথায় রেখেই এই ছবির মিউজিক করতে হয়েছে।’’

আরও পড়ুন-আদিত্য নারায়ণ কাকে বিয়ে করবেন? জানিয়েছেন বাবাকে

Previous articleআদিত্য নারায়ণ কাকে বিয়ে করবেন? জানিয়েছেন বাবাকে
Next articleপোস্ত থেকে মাঝেরহাট, মমতার দাবিপত্রে বাদ গেল না কিছুই