পোস্ত থেকে মাঝেরহাট, মমতার দাবিপত্রে বাদ গেল না কিছুই

একদিকে কয়লার সেস, অন্যদিকে বুলবুল ফণীর টাকা। পূর্বাঞ্চলের আন্তঃরাজ্য বৈঠকে নানা দাবির মাঝে আর যে যে বিষয়গুলি মুখ্যমন্ত্রী বৈঠকে তুলে আনেন, সেই বিষয়গুলি রাজ্যের পরিপ্রেক্ষিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ।

১. মাঝেরহাট ব্রিজ টানা তিন বছর ধরে নির্মাণ চলছে। এ ব্যাপারে কেন্দ্রের সাহায্য দরকার। মানুষকে স্বস্তি দিতে দ্রুত শেষ করতে হবে।

২. মুখ্যমন্ত্রীর দাবি, পোস্ত চাষে ছাড়পত্র দেওয়া হোক পশ্চিমবঙ্গকে। রাজস্থান, মধ্যপ্রদেশ যদি এই সুযোগ পায়, তাহলে আমরা পাব না কেন? পোস্ট চাষে সাবলম্বী হলে রাজ্যকে বাইরে থেকে কিনতেও হয় না।

৩. পলি পড়ে ডিভিসির নাব্যতা কমতে শুরু করেছে। ফলে প্রতি বছর বর্ষায় ডিভিসির ছাড়া জলে বন্যার মুখোমুখি হয় রাজ্য। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের এখনই উচিত ড্রেজিং করানো। যাতে নাব্যতা বৃদ্ধি পায়।

Previous article‘বরুণবাবুর বন্ধু’ বদলে দিল জীবন
Next articleপুরভোটকে সামনে রেখে রাজ্য বিজেপির নয়া কর্মসূচি “আর নয় অন্যায়”