ঘরে বসেই দেখা যাবে চার ধাম! জেনে নিন কীভাবে

চার ধামে যাওয়ার ইচ্ছা। অথচ যেতে পারছেন না! এবার ঘরে বসেই চার ধামে দর্শনে সুযোগ করে দিচ্ছে জিও। উত্তরাখণ্ডের চার ধাম তো সহ বিভিন্ন জনপ্রিয় মন্দিরের আরতি লাইভ স্ট্রিমিং করবে জিও।

যাঁদের চার ধাম দর্শনের ইচ্ছা থাকলেও যাওয়ার সুযোগ নেই, তাঁদের জন্য এক বড় পাওনা। মোবাইল ফোনেই লাইভ আরতি দেখা যাবে। কিছু দিন আগে উত্তরাখণ্ড সরকারের জন্য একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে জিও। যার কাজই হবে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রীর লাইভ আরতি দেখানো। একইসঙ্গে উত্তরাখণ্ডের অন্য ধর্মীয় স্থানের দর্শনও করতে পারবেন ভক্তরা। প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী চারধাম দর্শনে যান। কিন্তু যাঁরা যেতে পারেন না, তাঁদের কথা মাথায় রেখেই জিও আনছে এই সুযোগ।

আরও পড়ুন-নবম-দশম শ্রেণীর ক্লাস নিচ্ছেন স্কুলের পিওন !

Previous articleপ্রত্যেকের ন্যায় পাওয়া উচিত,সরকারের দায়িত্ব সেটা নিশ্চিত করা, মন্তব্য প্রধানমন্ত্রীর
Next articleশান্তি মিছিলে উস্কানিমূলক মন্তব্য, ধৃত ৬