Saturday, August 23, 2025

পুলওয়ামাকাণ্ডে জঙ্গিদের বিস্ফোরক সরবরাহকারীকে গ্রেফতার করল জাতীয় নিরাপত্তা সংস্থা। ২০১৯ এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাকাণ্ডে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ যুক্ত ছিল। ধৃতের নাম শাকির বসির ম্যাগরে। শাকির পুলওয়ামাতে একটি আসবাবপত্রের দোকান চালায়।আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দারকে এই শাকিরই আশ্রয় দিয়েছিল বলে অভিযোগ।
এনআইএ-এর জেরায় সে স্বীকার করেছে যে, একাধিকবার অস্ত্র, টাকা ও বিস্ফোরক জইশ-ই-মহম্মদের জঙ্গিদের হাতে সে তুলে দিয়েছে। পুলওয়ামা হামলার সময়েও বিস্ফোরক সরবরাহ করেছিল। সে আরও জানায়, ২০১৮ সালের শেষ দিক থেকে ২০১৯-এর ফেব্রুয়ারি পর্যন্ত তার বাড়িতেই ছিল জঙ্গি মহম্মদ উমর ফারুখ ও আদিল আহমেদ দার। এমনকি, বিস্ফোরক তৈরিতেও সাহায্য করেছিল এই শাকির।এনআইএ-এর অভিযোগ, মারুতি ইকো কার গাড়ির মধ্যে বিস্ফোরক রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল শাকিরই।
প্রসঙ্গত, গত বছর পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর কনভয়ে গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিল জইশের সন্ত্রাসবাদী আদিল আহমেদ দার। আত্মঘাতী হামলায় প্রাণ হারান ৪০ জন জওয়ান। আহত হন আরও অনেকে।দেশজুড়ে এই ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে। হামলায় ব্যবহার করা হয়েছিল ৮০ কেজি বিস্ফোরক।এই ঘটনার কিছুদিন পরই বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। উড়িয়ে দেওয়া হয় জৈশের বেশ কয়েকটি ঘাঁটি।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version