স্বাভাবিক হচ্ছে রাজধানী, তবে আপাতত বন্ধ স্কুল

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দিল্লির হিংসা কবলিত অঞ্চল। তবে এখনই খুলবে না স্কুল। স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “সংশ্লিষ্ট এলাকার স্কুলগুলিতে পরীক্ষা হওয়ার মতো পরিস্থিতি নেই। ছাত্রছাত্রীরাও আতঙ্কিত হয়ে আছে। এই অবস্থায় তাদের পক্ষে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব নয়।”
এর আগে জানানো হয়, সংশ্লিষ্ট অঞ্চলে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এদিন স্কুলে প্রধান শিক্ষক ও অন্যান্য কর্মীরা স্কুলে যান। খতিয়ে দেখেন পরিস্থিতি। ডায়রেক্টরেট অব এডুকেশন জানিয়েছেন, ৭ মার্চ অবধি বন্ধ থাকবে স্কুলগুলি। ফলে স্কুলের পরীক্ষাও বন্ধ থাকছে।

আরও পড়ুন-সন্দেহ তীব্র হচ্ছে,১৩,২০০ ফোন পেয়েও কেন নিষ্ক্রিয় ছিল দিল্লি পুলিশ?

Previous articleখাদের কিনারা থেকে বাংলাকে টেনে তুলল অনুষ্টুপের চওড়া ব্যাট
Next articleস্বস্তির খবর! মার্চে ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত