কালীঘাটে শাহ কী চাইলেন?

মুখ্যমন্ত্রীর বাড়ির কয়েক হাত দূরেই শাহ। এদিন জোর কৌতূহল জাগে সাধারণ মানুষের মনে। কালীঘাটে গিয়ে কী চাইলেন অমিত?

জানা গিয়েছে, পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো দিলেন অমিত শাহ৷ সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়। তিনজন একসঙ্গে নিজের নামের পাশাপাশি দেশের নাম এবং পার্টির নামে পুজো দিয়েছেন বলে মন্দির সূত্রে জানা গিয়েছে। তারপর তিনি প্রদীপ হাতে আরতিও করেন৷ তাঁর পুজোর সময় তিন জন পুরোহিতও ছিলেন৷ এমনটাই জানা গিয়েছে৷ এমনিতে কালীঘাট মন্দির দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত বন্ধ থাকে। কিন্তু, স্বরাষ্ট্রমন্ত্রী পুজো দেবেন বলে এদিন মন্দির দুপুরে খোলা রাখা হয়েছিল।

এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর মমতা সরকারকে উৎখাতের বার্তা বারবার শোনা গেল তাঁর গলায়। সভার শুরুতে ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দিতে নিজের বক্তৃতা শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিজের বক্তৃতা শেষ হয়ে গেলেই শহিদ মিনারের সভা ছেড়ে কালীঘাটে গেলেন অমিত শাহ। এদিন কালীঘাট মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের সফর ঘিরে কালীঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এদিন সভার শুরুতে শাহ বলেন, ‘‘কালী মায়ের এই মহান মাটিকে আমার প্রণাম জানাই’’।

আরও পড়ুন-পুরভোট নয়, বিধানসভাই লক্ষ্য বোঝালেন অমিত

Previous articleইশান্তের চোট নিয়ে প্রশ্ন তুলছেন বোর্ড কর্তারা
Next article‘গোলি মারো’ স্লোগান কলকাতার বুকেও!