‘বাংলার গর্ব মমতা’-কে বাংলা জুড়ে ছড়িয়ে দেওয়ার ডাক অভিষেকের

‘দিদিকে বলো’ কর্মসূচি সফল করার জন্য দলের নেতা কর্মীদের ধন্যবাদ দিয়ে ‘বাংলার গর্ব মমতা’-কে সফল করার ডাক দিলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার, নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল নেত্রীর দলে নয়া কর্মসূচি ঘোষণার আগে বলতে ওঠেন অভিষেক। সেখানে তিনি বলেন, যে ভাবে একটা ফোন নম্বরের মাধ্যমে ‘দিদিকে বলো’ কর্মসূচিকে বাংলার সাড়ে আট হাজার গ্রামে গিয়ে প্রচার করেছেন, সেভাবেই নেত্রীর সংগ্রামের কথা সবার সামনে তুলে ধরতে হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের, রাজ্যের তথা বাংলার গর্ব। তাঁর লড়াই সংগ্রামের কখা রাজ্য জুড়ে ছড়িয়ে দিতে হবে। এই বিষয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে। ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির অধীন সেই ভিডিও প্রচার বিভিন্ন ধাপে প্রদর্শন করা হবে বলে জানান যুব তৃণমূল সভাপতি। তাতে ১১টি পয়েন্টে উন্নয়ন ও জনকল্যাণ মূলক কাজের খতিয়ে তুলে ধরা হয়েছে।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-বিধানসভার আগে জোর জনসংযোগে, ‘বাংলার গর্ব মমতা’য় প্রচার কর্মসূচি ঘোষণা

Previous articleদিল্লিতে পরিকল্পিত গণহত্যাকে  দাঙ্গার তকমা দেওয়া হয়েছে, অভিযোগ মমতার
Next articleবৃহন্নলাদের দিকে সাহায্যের হাত বাড়ালেন অক্ষয়, দিলেন দেড় কোটি টাকা