বৃহন্নলাদের দিকে সাহায্যের হাত বাড়ালেন অক্ষয়, দিলেন দেড় কোটি টাকা

এবার রূপান্তরকামীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা অক্ষয় কুমার। খ্যাতনামা দক্ষিণী পরিচালক রাঘব লরেন্স জানিয়েছেন, এই প্রথম বলিউডের কোনও অভিনেতা রূপান্তকামীদের মাথা গোজার ঠাঁই গড়ে দেওয়ার জন্য দেড় কোটি টাকা দান করলেন। যাঁর সঙ্গে অক্ষয় গাঁটছড়া বেঁধেছেন ‘লক্ষ্মী বম্ব’ ছবির জন্য।

প্রসঙ্গত, পরিচালক লরেন্সের নিজস্ব একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে চেন্নাইতে। সেই সংস্থাতেই রূপান্তকামীদের বাড়ি তৈরির জন্য দেড় কোটি টাকা দিলেন অক্ষয়।

উল্লেখ্য ‘লক্ষ্মী বম্ব’ ছবিতে বৃহন্নলার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অক্ষয় কুমার। গতবছর নবরাত্রির দিন বৃহন্নলার বেশে অক্ষয়ের প্রথম লুক প্রকাশ্যে এসেছিল। তারপর থেকেই সেই সিনেমার প্রতি সিনেমাপ্রেমীদের কৌতূহল। ‘লক্ষ্মী বম্ব’ ছবিতে অভিনয়ের সময় বিভিন্ন সমাজসেবামূলক কাজের আলোচনা করার সময়ই লরেন্স রূপান্তকামীদের জন্য একটি বাড়ি তৈরির ইচ্ছেপ্রকাশ করেছিলেন। তা শোনার পরেই অক্ষয় দেড় কোটি টাকা দিতে রাজি হয়ে যান লরেন্সের সংস্থায়।

পরিচালক জানিয়েছেন, অতি শীঘ্রই ভিতপুজোর মাধ্যমে কাজ শুরু করবেন তিনি।

আরও পড়ুন-এবার হিন্দিতেও ‘শ্রীময়ী’, ‘জুন আন্টির’ ভূমিকায় কে?

Previous article‘বাংলার গর্ব মমতা’-কে বাংলা জুড়ে ছড়িয়ে দেওয়ার ডাক অভিষেকের
Next articleতৃণমূলে ক্ষিতিকন্যা সঙ্গে সরোদ শিল্পী