Monday, January 19, 2026

‘অমিল’ মাদার ডেয়ারির নাম বদলে ‘বাংলা ডেয়ারি’

Date:

Share post:

শহরে মাদার ডেয়ারির দুধের আকালরে খবর পাওয়া যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। এরমধ্যেই নতুন তথ্য মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে ‘বাংলা ডেয়ারি’।
ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের থেকে রাজ্যের নিয়ন্ত্রণে আসার পরেও এই সংস্থার নাম ছিল মাদার ডেয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছানুসারে মাদার ডেয়ারির নয়া নাম হচ্ছে ‘বাংলার ডেয়ারি’। ‘ব্র্যান্ড’ -এই দুধ এবং দুধজাত পণ্য বিক্রি হবে।
স্বাধীন ভাবে কাজ করার জন্য বাংলার ডেয়ারি লিমিটেড নামে একটি সংস্থা গড়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, মাদার ডেয়ারিকে ওই সংস্থার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ব্যবস্থাপনা নিয়ন্ত্রণেও বড়সড় বদল আনা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই কাউন্টারে আসছে না মাদার ডেয়ারির দুধ। ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা। উত্তর ও দক্ষিণ শহরতলির বিভিন্ন অঞ্চলে নেই জোগান। প্যাকেজ দুধ তৈরি করতে কাঁচামালের দাম বেড়েছে। প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ জানান, অন্যান্য সংস্থাগুলি কাঁচা দুধ বেশি দামে কিনছে। গোটা বিষয়টা জানানো হয়েছে অর্থ দফতরকে। বেশি দামে কাঁচামাল কেনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিক্রেতারা জানান, সারাদিনে যেখানে ৪০ থেকে ৫০ কেট দুধ বিক্রি হত। এখন তা এসে দাঁড়িয়েছে ২০ কেটে। কাঁচামাল না থাকায় দুধ তৈরি হচ্ছে না বলে কোম্পানি সূত্রে খবর।
এই পরিস্থিতি দুধ উৎপাদকদের সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। লিটার প্রতি ২৮ টাকা থেকে বেড়ে দুধের নতুন দাম হচ্ছে ৩১ টাকা। এর ফলে প্রতিদিন দুধ সংগ্রহ করতে সরকারের অতিরিক্ত ১০ লক্ষ টাকা খরচ হবে। এক দিকে দুধের সংগ্রহ কমে যাওয়া এবং অন্য দিকে ‘স্কিমড মিল্ক’ বা গুঁড়ো দুধের দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় বেহাল অবস্থা মাদার ডেয়ারির। গত ডিসেম্বর থেকে মাসে গড়ে তিন কোটি টাকা লোকসানে চলছে সংস্থাটি। শেষ পর্যন্ত দুধ উৎপাদকদের সহায়ক মূল্য বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন, ‘বাংলার ডেয়ারি’-র সঙ্গে মাদার ডেয়ারিকে মিশিয়ে দিয়ে আলাদা কোম্পানি তৈরি হোক। আলাদা কোম্পানি তৈরি হলে দুধ উৎপাদনকারীরা দাম পাবেন, কিন্তু কত দামে তা বিক্রি হবে, তার উপরে সরকারি নিয়ন্ত্রণ থাকবে না। বলে নবান্ন সূত্রে খবর।

spot_img

Related articles

কৃষ্ণনগরে বিজেপির ‘অবৈধ’ পার্টি অফিস! বাংলা-বিরোধীদের তোপ অভিষেকের

বিজেপির ক্ষমতা রাজ্যের কোথাও একটু বাড়লে তারা বাংলার মানুষের উপর কী ধরনের অত্যাচার করে, তা ইতিমধ্যে বিভিন্ন ঘটনায়...

সিঙ্গুরে শিল্পের দিশা নেই মোদির ভাষণে! ‘জুমলা’ কটাক্ষে সরব তৃণমূল

সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাইভোল্টেজ সভাকে কার্যত ‘দিশাহীন’ এবং ‘জুমলা’ বলে দাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস। বিজেপি...

সোমে বারাসাতে ‘রণ সংকল্প সভা’, স্বজনহারাদের কথা শুনবেন অভিষেক

নদিয়া জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার পর সোমবার উত্তর ২৪ পরগনার জেলাসদর বারাসাতে হাইভোল্টেজ সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের...

শিল্প নিয়ে একটি কথা নেই: সিঙ্গুরেই বঙ্গ বিজেপির সলিল সমাধি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সিঙ্গুরে সভা করার আগে বঙ্গ বিজেপি নেতারা মঞ্চ এমন ভাবে প্রস্তুত করেছিলেন যেন সিঙ্গুরে...