Saturday, December 6, 2025

‘অমিল’ মাদার ডেয়ারির নাম বদলে ‘বাংলা ডেয়ারি’

Date:

Share post:

শহরে মাদার ডেয়ারির দুধের আকালরে খবর পাওয়া যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। এরমধ্যেই নতুন তথ্য মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে ‘বাংলা ডেয়ারি’।
ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের থেকে রাজ্যের নিয়ন্ত্রণে আসার পরেও এই সংস্থার নাম ছিল মাদার ডেয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছানুসারে মাদার ডেয়ারির নয়া নাম হচ্ছে ‘বাংলার ডেয়ারি’। ‘ব্র্যান্ড’ -এই দুধ এবং দুধজাত পণ্য বিক্রি হবে।
স্বাধীন ভাবে কাজ করার জন্য বাংলার ডেয়ারি লিমিটেড নামে একটি সংস্থা গড়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, মাদার ডেয়ারিকে ওই সংস্থার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ব্যবস্থাপনা নিয়ন্ত্রণেও বড়সড় বদল আনা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই কাউন্টারে আসছে না মাদার ডেয়ারির দুধ। ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা। উত্তর ও দক্ষিণ শহরতলির বিভিন্ন অঞ্চলে নেই জোগান। প্যাকেজ দুধ তৈরি করতে কাঁচামালের দাম বেড়েছে। প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ জানান, অন্যান্য সংস্থাগুলি কাঁচা দুধ বেশি দামে কিনছে। গোটা বিষয়টা জানানো হয়েছে অর্থ দফতরকে। বেশি দামে কাঁচামাল কেনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিক্রেতারা জানান, সারাদিনে যেখানে ৪০ থেকে ৫০ কেট দুধ বিক্রি হত। এখন তা এসে দাঁড়িয়েছে ২০ কেটে। কাঁচামাল না থাকায় দুধ তৈরি হচ্ছে না বলে কোম্পানি সূত্রে খবর।
এই পরিস্থিতি দুধ উৎপাদকদের সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। লিটার প্রতি ২৮ টাকা থেকে বেড়ে দুধের নতুন দাম হচ্ছে ৩১ টাকা। এর ফলে প্রতিদিন দুধ সংগ্রহ করতে সরকারের অতিরিক্ত ১০ লক্ষ টাকা খরচ হবে। এক দিকে দুধের সংগ্রহ কমে যাওয়া এবং অন্য দিকে ‘স্কিমড মিল্ক’ বা গুঁড়ো দুধের দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় বেহাল অবস্থা মাদার ডেয়ারির। গত ডিসেম্বর থেকে মাসে গড়ে তিন কোটি টাকা লোকসানে চলছে সংস্থাটি। শেষ পর্যন্ত দুধ উৎপাদকদের সহায়ক মূল্য বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন, ‘বাংলার ডেয়ারি’-র সঙ্গে মাদার ডেয়ারিকে মিশিয়ে দিয়ে আলাদা কোম্পানি তৈরি হোক। আলাদা কোম্পানি তৈরি হলে দুধ উৎপাদনকারীরা দাম পাবেন, কিন্তু কত দামে তা বিক্রি হবে, তার উপরে সরকারি নিয়ন্ত্রণ থাকবে না। বলে নবান্ন সূত্রে খবর।

spot_img

Related articles

ড্রোন শোয়ে নয়া আকর্ষণ গঙ্গাসাগর মেলায়! প্রস্তুতি পরিদর্শনে দুই মন্ত্রী

৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। এবারের মেলা শুধু আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু নয়, প্রযুক্তি ও ঐতিহ্যের এক...

উদ্বোধনে অরূপ-মলয়-প্রদীপ! মহা-সমারোহে শুরু দুর্গাপুর উৎসব

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় শুরু হল দুর্গাপুর উৎসবের তৃতীয় বর্ষ। এই উৎসব চলবে আগামী ১০ ডিসেম্বর...

ঘরের মাঠে লিগের ম্যাচ ফেরানোর উদ্যোগ, চ্যাম্পিয়ন বাংলা দলকে সংবর্ধনা বাগানের

শনিবার নতুন কমিটির প্রথম বার্ষিক সাধারণ সভা (AGM)ছিল।। গত বছরও মোহনবাগানের(Mohun Bagan)বার্ষিক সাধারণ সভায় উত্তপ্ত বাক্য বিনিময় হয়।...

মুক্তি পাচ্ছে ‘দানব’, তার আগেই হয়ে গেল মিউজিক-ট্রেলার শো-কেস

চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছে আতিউল ইসলামের সাইকো থ্রিলার ‘দানব’। ইতিমধ্যেই ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সাড়া...