Sunday, November 9, 2025

সিউড়ি থানায় হাজিরা মুকুলের

Date:

Share post:

হাজিরা দিতে ফের বীরভূমের সিউড়ি থানায় বিজেপি নেতা মুকুল রায়। লাভপুর থানার একটি খুনের মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আছে। সে মামলায় সোমবার তিনি থানায় হাজিরা দেন। ১ ঘণ্টার বেশি সময় ধরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তাঁকে জেরা করেন।

২৩ জানুয়ারিও সিউড়ি থানায় হাজিরা দিয়েছিলেন মুকুল রায়। ওইদিন প্রায় ৬ ঘণ্টা তাঁকে জেরা করেন পুলিশের আধিকারিকেরা। প্রাক্তন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের বিরুদ্ধে ৩ সিপিএম নেতাকে খুনের অভিযোগ আছে। মণিরুল ইসলাম সেই সময় ফরওয়ার্ড ব্লক করতেন। যদিও পরে তিনি তৃণমূল যোগ দিয়ে বিধায়ক নির্বাচিত হন এবং সম্প্রতি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন।

২০১০ সালের জুন মাসে লাভপুরের নবগ্রামে সালিশি সভায় বচসার জেড়ে কাটুন শেখ, ধানু শেখ ও তরুক শেখকে খুন করার অভিযোগ ওঠে। ওই খুনের ঘটনায় লাভপুরের সই সময়ের তৃণমূল নেতা তথা বিধায়ক মণিরুল ইসলামের নাম জড়ায়। যদিও পরবর্তীতে তাঁর নাম বাদ যায়। এদিকে উচ্চ আদালতের নির্দেশে ফের তদন্ত শুরু করে বীরভূম পুলিশ। তারপরই গত ডিসেম্বর মাসে বোলপুর আদালতে পুলিশ যে চার্জশিট জমা দেয়, তাতে মণিরুল ইসলাম ও বিজেপি নেতা মুকুল রায়ের নাম রয়েছে। ওই ঘটনার পরেই আদালতের দ্বারস্থ হন বিজেপি নেতা। আদালত তাঁকে কিছু দিনের জন্য রক্ষা কবচ দেয়। একই সঙ্গে নির্দেশ দেয়. তিনি বোলপুর, শান্তিনিকেতন ও লাভপুরে যেতে পারবেন না। এদিকে লাভপুরের তিনজন খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুকুল রায়কে তলব করে পুলিশ। মুকুল রায় বলেন, ভারতের একজন আইন মান্যকারী নাগরিক হিসেবে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থার উপর তাঁর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। যে কোনও তদন্তকারী সংস্থা যখন তাঁকে ডাকবে তিনি উপস্থিত থাকবেন।

 

spot_img

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...