“বাংলার গর্ব মমতা” ইভেন্ট লঞ্চ অনুষ্ঠানের সূচনায় এদিনের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল “সর্বধর্ম সমন্বয়”। এদিন ইভেন্ট লঞ্চ সূচনার শুরুতে সকল ধর্মের ধর্মগুরুদের মঞ্চে তোলা হয়। ছিলেন হিন্দু-মুসলিম-শিখ-খ্রিষ্টান-বৌদ্ধ-জৈন ধর্মগুরুরা।

সব ধর্মের একটাই কথা, সকলের উপরে মানুষ-মানবতা-অহিংসা, এদিন তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকেই সেই বার্তায় দিলেন সকলে। ধর্মগুরুরা প্রত্যেকেই নিজেদের ধর্মের “মূল মন্ত্র” পাঠ করেন।
