অভিষেক-পিকের ইভেন্ট লঞ্চের অন্যতম আকর্ষণ “সর্বধর্ম সমন্বয়”

“বাংলার গর্ব মমতা” ইভেন্ট লঞ্চ অনুষ্ঠানের সূচনায় এদিনের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল “সর্বধর্ম সমন্বয়”। এদিন ইভেন্ট লঞ্চ সূচনার শুরুতে সকল ধর্মের ধর্মগুরুদের মঞ্চে তোলা হয়। ছিলেন হিন্দু-মুসলিম-শিখ-খ্রিষ্টান-বৌদ্ধ-জৈন ধর্মগুরুরা।

সব ধর্মের একটাই কথা, সকলের উপরে মানুষ-মানবতা-অহিংসা, এদিন তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকেই সেই বার্তায় দিলেন সকলে। ধর্মগুরুরা প্রত্যেকেই নিজেদের ধর্মের “মূল মন্ত্র” পাঠ করেন।