প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দিল্লি পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলেন কেজরিওয়াল

হিংসা চলাকালীন দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । তিনি বলেন, “রবিবার যখন গুজব ছড়ানো হচ্ছিল, তখন ভাল কাজ করেছে দিল্লি পুলিশ। সোমবার এবং মঙ্গলবারও যদি একইভাবে কাজ করত, তাহলে অনেক প্রাণ বাঁচানো যেত।”
দেশের রাজধানীতে যে হিংসা-হানাহানির ঘটনা ঘটেছে, তার নেপথ্যে যারা রয়েছে তাঁদের “বাঁচানো উচিত নয়”,মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের পর এমন বার্তাই দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীকে বলেছি যে আমাদের দেশের রাজধানীতে আবারও যাতে এ জাতীয় পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারেই সকলেরই সচেষ্ট হওয়া উচিত। সংঘর্ষের জন্য যারা দায়ী – তারা যে দলেরই হোক না কেন তাদের বাঁচানো উচিত নয়, আমি প্রধানমন্ত্রীর কাছে এই আবেদনই জানিয়েছি”। আজ মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ সংসদ ভবনে এই বৈঠকটি হয়। তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম নরেন্দ্র মোদির মুখোমুখি হন দিল্লি মুখ্যমন্ত্রী । গত মাসেই দিল্লি বিধানসভার নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তৃতীয়বারের জন্যে সেখানে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টির সরকার।হিংসার জেরে প্রাণ হারান ৪০ এরও বেশি মানুষ এবং আহত হন কয়েক শো মানুষ । উত্তর-পূর্ব দিল্লির এই সহিংসতার ঘটনায় এখন ভীত-সন্ত্রস্ত হয়ে রয়েছে রাজধানীর সাধারণ মানুষ।
গত সপ্তাহে দিল্লির এই হিংসাত্মক পরিস্থিতি নিয়ে কেজরিওয়াল সাক্ষাৎ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের শেষে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “অমিত শাহ সবরকমের সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সকলকে রাজনীতির উর্ধ্বে উঠে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে”।
“এছাড়াও, আমরা করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়েও আলোচনা করেছি। একটি কেস দিল্লিতে, অন্যটি তেলেঙ্গানার। এই মারাত্মক রোগটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে”, তাই এই নিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেন দিল্লির মুখ্যমন্ত্রী।
যদিও বিজেপি নেতাদের বিদ্বেষমূলক বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ” বিদ্বেষমূলক বক্তব্য নিয়ে বিশেষভাবে আলোচনা হয়নি।”
গত সপ্তাহে দিল্লির এই হিংসাত্মক পরিস্থিতি নিয়ে কেজরিওয়াল সাক্ষাৎ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের শেষে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “অমিত শাহ সবরকমের সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সকলকে রাজনীতির উর্ধ্বে উঠে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে”।

Previous articleকলকাতা পুরভোট কিছুটা পিছতে চায় রাজ্য
Next articleকাউন্সিলরদের সঙ্গে বৈঠকের পর যা বললেন পার্থ