কাউন্সিলরদের সঙ্গে বৈঠকের পর যা বললেন পার্থ

তৃণমূল ভবনে হয়ে গেল কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক। মঙ্গলবার এর এই বৈঠকে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বৈঠকে যোগ দিয়ে ছিলেন কলকাতার বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা। যে সমস্ত ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নেই, সেইসব ওয়ার্ডের তৃণমূল সভাপতিরা যোগ দিয়েছেন বৈঠকে। পুরসভা নির্বাচনে দলের রণনীতি নিয়ে আলোচনা হয় এখানে।

এদিন বৈঠক শেষে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি ঘোষনা করেছিলেন। সেই নিয়ে আলোচনা হয়েছে।”

এছাড়াও সাংগঠনিক আলোচনা হয়েছে এই দিনের বৈঠকে। স্বচ্ছ ভাবমূর্তি থাকতে হবে। মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই কথা জানিয়েছেন। এদিন পার্থবাবুও সেই কথা মনে করে নেন।

পাশাপাশি তিনি আরও জানান, দিল্লি হিংসা এবং দিল্লির গণহত্যার প্রতিবাদে নিয়ে কোনও পদক্ষেপ না নিয়ে বিজেপির এখনও চুপ করে বসে থাকার কারণে বুধবার তিনটে থেকে চারটে ধিক্কার মিছিল হবে রাজ্যের সর্বত্র।

Previous articleপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দিল্লি পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলেন কেজরিওয়াল
Next articleকরোনা আতঙ্ক, বন্ধ নয়ডার স্কুল