কলকাতায় বামেদের আসন রফা, কংগ্রেস পাচ্ছে ২৮ আসন

কলকাতা পুরসভা নির্বাচনে বাম-কংগ্রেস আসন রফা মোটামুটি চূড়ান্ত হয়ে গেল৷ আসন ভাগাভাগি নিয়ে বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কলকাতার মোট ১৪৪টি আসনের মধ্যে ৭৫ আসনে লড়বে সিপিএম৷ কংগ্রেসকে ছাড়া হচ্ছে ২৮ আসন৷ আলিমুদ্দিন সূত্রের খবর, ফ্রন্টের বৈঠকে স্থির হয়েছে তিন শরিক, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লকের ভাগে পড়েছে ৯টি করে আসন৷ ৪টি করে আসন ছাড়া হবে পিডিএস এবং লিবারেশন-কে৷

বাম-কংগ্রেস এবারের ভোটে জোট গড়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে৷
আসন সমঝোতা নিয়ে বৈঠকে আসন ভাগাভাগির এই সিদ্ধান্তই নিয়েছে বামেরা৷ কংগ্রেস ২৮টি আসনেই সন্তুষ্ট থাকবে কি’না, সে বিষয়ে এখনও পর্যন্ত মন্তব্য করেনি৷ প্রসঙ্গত, বর্তমান পুরসভায় কংগ্রেসের কাউন্সিলর ২জন৷

এ দিকে পুরভোটের প্রস্তুতি চূড়ান্ত করতে বুধবারই জরুরি বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন৷ কমিশনের দফতরে দুপুর ১ টায় হবে এই বৈঠক। কমিশন সূত্রে খবর, এদিনের বৈঠকে প্রথম দফার ৩ জেলা ও কালিম্পং বাদে বাকি ১৮ জেলার জেলাশাসকদের ডাকা হয়েছে। প্রথম দফার ভোটের জন্য কমিশন যে বৈঠক করেছিলো, সেখানে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসকদের ডাকা হয়। ওই বৈঠকে সংশ্লিষ্ট তিন জেলাকেই ভোটের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে কমিশন। তবে ভোটের দিন নিয়ে স্পষ্ট কোনও বার্তা সেদিন দিতে পারেনি কমিশন।
এদিকে, ভোটের দিন জানতে নবান্নে ফের
চিঠি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তবে নবান্ন এখনও কোনও জবাব দেয়নি কমিশনকে৷

Previous articleরাজ্যের দুই জেলার সভাপতির নাম ঘোষণা এআইসিসি’র
Next articleব্রেকফাস্ট নিউজ