গায়ের জোরে ভোট করা যাবে না, কাউন্সিলরদের নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের

আসন্ন পুরসভা নির্বাচনে গায়ের জোরে কোনওভাবেই ভোট করা যাবে না। রিগিং করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই সব কাজ পছন্দ করেন না। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস ভবনের দলীয় বৈঠকে কলকাতা পুরসভার কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতিদের এই নির্দেশ দিলেন দলের শীর্ষ নেতারা।

একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, পারফরমেন্স দেখে টিকিট দেওয়া হবে। কোনও ভুল করে থাকলে মানুষের কাছে ক্ষমা চান। মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হবে। খারাপ ব্যবহার করা যাবে না। তাহলে দলে থাকা যাবে না।

উল্লেখ্য, গতবছর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে ব্যাপক অশান্তি হয়েছিল। শাসক দলের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ উঠেছিল। যার কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছিল লোকসভা নির্বাচনে। আর সেখান থেকেই শিক্ষা নিয়ে দল এমন কড়া মনোভাব নিচ্ছে বলেই মনে করা হচ্ছে। কারণ, পুরভোটে সব দলের মতো শাসক তৃণমূলের কাছেই বিধানসভা নির্বাচনের আগে ACID TEST.

আরও পড়ুন-বিরোধীদলের অভিযোগকে গুরুত্ব দিতে নয়া পদক্ষেপ রাজ্য নির্বাচন কমিশনের

Previous articleপালাতে গিয়ে ধরা পড়লেন ৩৭ জন রোহিঙ্গা, কোথায় যাচ্ছিলেন তাঁরা?
Next articleবসন্ত এসে গেছে, আবির কারখানায় তুঙ্গে প্রস্তুতি