বসন্ত এসে গেছে, আবির কারখানায় তুঙ্গে প্রস্তুতি

আকাশে বাতাসে এখন বসন্তের ছোঁয়া। মৃদু শীতল বাতাস জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। আর তাই বসন্ত উৎসবে মেতে ওঠার জন্য প্রস্তুত হচ্ছে আমবাঙালি।

হাতে আর মাত্র সাত দিন। তারপরেই দোল উৎসব। দোলকে কেন্দ্র করে কর্মযজ্ঞ চলছে উত্তরবঙ্গে। শিলিগুড়ির অদূরে জ্যোতিনগরে আবির তৈরির কাজ চলছে। নাওয়া-খাওয়া ছেড়ে আবির বানাতে ব্যস্ত আবর কারখানার কর্মীরা। কারণ তাঁদের তৈরি এই আবির উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সহ বাইরের রাজ্যেও যায়। কর্মীরাই জানাচ্ছেন এখানে কোনও কেমিক্যাল মিশিয়ে আবির বানানো হয়না। পুরোটাই হার্বাল আবির। তাই এই আবির দিয়ে দোল খেললে কোনও ক্ষতি নেই। প্রতিবছরই এই আবির বানান তাঁরা। শেষ বেলার প্রস্তুতি তুঙ্গে আবির কারখানায়। তাঁদের ফুরসত নেই কথা বলারও। এখন শুধু রঙের উৎসব আসার অপেক্ষা।

আরও পড়ুন-বিরোধীদলের অভিযোগকে গুরুত্ব দিতে নয়া পদক্ষেপ রাজ্য নির্বাচন কমিশনের

Previous articleগায়ের জোরে ভোট করা যাবে না, কাউন্সিলরদের নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের
Next article৮ মার্চ রবিবার বিশ্ব নারী দিবসে মোদির উপহার। সোশ্যাল মিডিয়ায় মোদির সব অ্যাকাউন্ট পরিচালনা করবেন মহিলারা