দমদম বিমান বন্দরে করোনা আতঙ্ক! পরীক্ষা করেই ছাড়া হচ্ছে যাত্রীদের

এবার গোটা দেশের মতোই করোনা আতঙ্ক ছড়ালো দমদম বিমানবন্দরে। আতঙ্কে বিমান বন্দরের কর্মীরা মুখে মাস্ক পরে ডিউটি করছেন। কলকাতা বিমানবন্দরে যাত্রীদের মধ্যেও করোনার আতঙ্ক। বিশেষ করে বিদেশিদের মধ্যে। বুধবার সকালে এমনই ছবি ধরা পড়েছে।

এদিন বিমানবন্দর থেকে যাঁরা বেরিয়ে আসছেন, তাঁদের সকলের মুখেই মাস্ক। এদিকে বিমান বন্দর থেকে বের হওয়ার আগে যাত্রীদের থার্মাল স্ক্যানিংয়ের পর বিমান বন্দর ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে।

প্রতিটি যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে। যদি কোনও যাত্রীর শরীরে সংক্রমণ দেখা যায় বা সন্দেহ করা হয়, তাহলে তাঁদের নিয়ে যাওয়া হবে বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানেই রয়েছে আইসোলেশন ওয়ার্ড।

আরও পড়ুন-৫ টাকার নোট থাকলে এখনই লাখ টাকা আয়ের সুযোগ রয়েছে

Previous articleমধ্যপ্রদেশে সরকার ফেলতে ‘ঘোড়া কেনাবেচা’র অভিযোগ কংগ্রেসের
Next articleআজ ফের বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে