Thursday, December 18, 2025

দেশে আক্রান্ত ২৮, আতঙ্কের কারণ নেই জানালেন হর্ষবর্ধন

Date:

Share post:

করোনাভাইরাস নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে ভারতে। বাড়ছে সংক্রামিতের সংখ্যা। বুধবার সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেন, ‘‘ভারতে আক্রান্ত হয়েছেন ২৮ জন । যার মধ্যে ১ জন দিল্লি, ১ হায়দরাবাদ, ৬ জন আগ্রা, ১৬ জন ইতালি ফেরত পর্যটক,  ১ জন তেলেঙ্গানা এবং ৩ জন কেরালার বাসিন্দা। অযথা ভয় ছড়াবেন না। গোটা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠক হবে।’’

ইতালি ফেরত দিল্লির বাসিন্দা ও দুবাই ফেরত হায়দরাবাদে যুবকের শরীরে করোনাভাইরাসের খোঁজ মেলায় তৈরি হয়েছে আতঙ্ক। অন্যদিকে কেরলে উহান ফেরত তিন ছাত্রও আক্রান্ত করোনাভাইরাসে আক্রান্ত। দিল্লিতে ২৩ জন ইতালিয় পর্যটকের মধ্যে ১৬ জনকে ভাইরাসের সংক্রমণ সন্দেহে আইসোলেশন ক্যাম্পে পাঠানো হয়েছে। জয়পুরেও আক্রান্ত এক ইতালিয় পর্যটক। ভাইরাস সংক্রমণের খবর মিলেছে বিহার, আগ্রা থেকেও। লখনউ হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে আগ্রার একই পরিবারের ৬ সদস্যকে। পাশাপাশি চিনের পরে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে ইরানে। সেখানকার পরিস্থিতিও বিপজ্জনক।

এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে তৈরি আছে মেডিক্যাল টিম। বিদেশ থেকে ভারতে আসা পর্যটকদের মানেসরের আইসোলেশন ইউনিট ও আইটিবিপি-র ক্যাম্পে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি। অন্যদিকে নয়ডার স্কুল প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, ‘‘স্কুলের পরিবেশ আপাতত স্থিতিশীল। স্কুল স্যানিটাইজ করছে মেডিক্যাল টিম। আইসোলেশন ক্যাম্পে রাখা হয়েছে ৪০ জন পড়ুয়াকে। এখনও পর্যন্ত কোনও সংক্রামিতের খোঁজ মেলেনি। যে পড়ুয়ার অভিভাবক ভাইরাস আক্রান্ত তাঁর অবস্থাও স্থিতিশীল।’’

বিশেষ ট্রাভেল অ্যাডভাইজারি জারি করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশ থেকেও এই মুহূর্তে সিঙ্গাপুর, চিন, জাপান, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি ভিসা বাতিল করা হয়েছে ইতালি, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়ার পর্যটকদের জন্য। সমুদ্রবন্দর সহ দেশের ২১টি বিমানবন্দরে চলছে বিশেষ থার্মাল স্ক্রিনিং। এদিন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, কিছু নিয়ম মেনে চললে এই মারণ ভাইরাসের প্রকোপ রোখা সম্ভব। সামান্য উপসর্গ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা বলেছেন তিনি।

আরও পড়ুন-মোদি সরকারের চাপ বাড়িয়ে অন্ধ্রেও পাশ এনপিআর বিরোধী প্রস্তাব

spot_img

Related articles

সেজে উঠেছে পার্ক স্ট্রিট, বিকেলেই ক্রিসমাস উৎসবে সূচনায় মুখ্যমন্ত্রী

দুপুরে শিল্প সম্মেলন, বিকেলে বড়দিনের উৎসবের সূচনা, বৃহস্পতিবার একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বিজনেস কনক্লেভের আবহে...

সংখ্যালঘু অধিকার দিবসে উন্নয়নের খতিয়ান তুলে ধরে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর 

বৃহস্পতিবার সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংখ্যালঘুদের উন্নয়নে বাংলার...

মহানগরীতে তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী, উইকেন্ডে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত নয়

বৃহস্পতির সকালে শহর কলকাতার তাপমাত্রা পারদ ১ ডিগ্রি বাড়ল। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)জানিয়েছে বড়দিনের আগে কনকনে...

হোটেল থেকে হোমস্টে, বড়দিনে জমজমাট শৈল শহরের বুকিং! 

উত্তরবঙ্গ জুড়ে ভরপুর শীতের আমেজ, সঙ্গে আবার উৎসবের মরশুম- তাই উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেরই ক্রিসমাস (Christmas time) ডেস্টিনেশন...