সংশোধিত ভোটার কার্ডে কুকুরের ছবি! তদন্তের নির্দেশ ব্লক আধিকারিকের

সংশোধিত ভোটার কার্ড হাতে পেয়ে হতবাক মুর্শিদাবাদের সুনীল কর্মকার(৬০)। ভোটার কার্ডে তাঁর ছবির জায়গায় কুকুরের ছবি।

সুনীল কর্মকার জানান, ‘মানুষ হিসেবে আমাকে অপমান করা হয়েছে। আমাকে পশু হিসাবে নির্বাচন কমিশন স্বীকৃতি দিয়েছে।’

সুনীল ৬ জানুয়ারি সংশোধনের জন্য ফর্ম জমা দিয়েছিলেন। বিষয়টির সত্যতা কার্যত স্বীকার করে নিয়ে ফরাক্কার বিডিও রাজর্ষি চক্রবর্তী জানান, ‘বিষয়টি জানার পর খোঁজ নিয়ে দেখেছি। গত জানুয়ারি মাসের সংশোধনের জন্য যে আবেদন পত্র জমা দিয়েছিলেন তিনি তা দেখে নিয়ে নতুন ভোটার কার্ড এপ্রিল মাসে দেওয়া হবে তাঁকে। তাতে এই এুটি থাকবে না।”

ফারাক্কার বিডিও রাজশ্রী চক্রবর্তী বলেন, ‘এ ঘটনা উচিত নয়। কিভাবে ঘটল তা অবশ্যই দেখা হবে।’

আরও পড়ুন-এবার কুকুরের শরীরেও করোনার অস্তিত্ব! কপালে ভাঁজ হংকংয়ের বিশেষজ্ঞদের

Previous articleগ্রুপের শীর্ষে থেকে এই প্রথম বিশ্বকাপের ফাইনালে ভারতের মেয়েরা
Next articleমেট্রোয় আত্মহত্যার চেষ্টা, জখম যুবতী