গ্রুপের শীর্ষে থেকে এই প্রথম বিশ্বকাপের ফাইনালে ভারতের মেয়েরা

অল-উইন রেকর্ড নিয়েই সেমিফাইনালে পৌঁছেগ্রুপের শীর্ষে থেকেছিলেন হরমনপ্রীতরা। কিন্তু ফাইনালে পৌঁছালেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বৃহস্পতিবার বৃষ্টির জন্য সিডনিতে ভেস্তে গেল ভারত-ইংল্যান্ড প্রথম সেমিফাইনাল ম্যাচ । যার ফলে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছানোয় ফাইনালে চলে গেল ভারত। যা ইংল্যান্ডের জন্য দুর্ভাগ্যজনক। একইভাবে যদি দ্বিতীয় সেমিফাইনালও ভেস্তে যায় তাহলে ফাইনালে ভারতের বিরুদ্ধে দেখা যাবে দক্ষিণ আফ্রিকাকে। ছিটকে যাবে হোম টিম অস্ট্রেলিয়া।
এই প্রথমবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে ইতিহাস তৈরি করলেন ভারতের মেয়েরা। বিশ্বকাপের শুরুটা দারুণভাবেই করেছিলেন ভারতের মেয়েরা। সেই ধারা বজায় রেখেই নক-আউটেও পৌঁছে গিয়েছিলেন । প্রথমে অস্ট্রেলিয়াকে হারিয়েই আতত্মবিশ্বাসটা পেয়ে গিয়েছিল গোটা দল। তার পর বাংলাদেশ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা বধ। এখন বিশ্বকাপ ঘরে তোলাই লক্ষ্য হরমনপ্রীতর কাউরের মেয়েদের ।

Previous articleএবার কুকুরের শরীরেও করোনার অস্তিত্ব! কপালে ভাঁজ হংকংয়ের বিশেষজ্ঞদের
Next articleসংশোধিত ভোটার কার্ডে কুকুরের ছবি! তদন্তের নির্দেশ ব্লক আধিকারিকের