এবার কুকুরের শরীরেও করোনার অস্তিত্ব! কপালে ভাঁজ হংকংয়ের বিশেষজ্ঞদের

প্রায় প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এবার এই ভাইরাস নিয়ে সামনে এল এক অদ্ভুত তথ্য।
এক প্রাণী স্বাস্থ্য বিশেষজ্ঞ জানিয়েছেন, হংকংয়ের করোনাভাইরাস আক্রান্ত এক রোগীর থেকে তাঁর পোষা কুকুরটিও এই ভাইরাসের শিকার হয়েছে। যদিও তারা আগেই এই বিষয়টি সতর্ক করে দিয়েছিল। মানুষ থেকে কোনও প্রানীতে এই ভাইরাস আক্রমণের ঘটনা এই প্রথম। হংকংয়ের কৃষি, মৎস্য ও সংরক্ষণ বিভাগ জানিয়েছে, কুকুরটির শরীর যথেষ্ট দুর্বল। যার ফলে ভাইরাস আক্রমণের শঙ্কা আরও জোরালো করে তুলছে। নাক এবং মুখের মাধ্যমে এই ভাইরাস কুকুরটির শরীরে ঢুকেছে।
কুকুরটিকে পর্যবেক্ষণের জন্য আইসলেশন বিভাগে রাখা হয়েছে এবং বারবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
দফতরের তরফ থেকে আরও জানানো হয়েছে, কুকুরটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরে আবারও পরীক্ষা করা হবে। ফলাফল নেগেটিভ হলেই কুকুরকে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে কুকুরের দেহে সংক্রমণের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত অন্য কোনও গৃহপালিতের দেহে সংক্রমণের খবর পাওয়া যায়নি।

Previous articleপেটিএম কর্মীর শরীরে করোনাভাইরাসের জীবাণু, বাকিদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ
Next articleগ্রুপের শীর্ষে থেকে এই প্রথম বিশ্বকাপের ফাইনালে ভারতের মেয়েরা