ফের শহরের বুকে ব্যাংক জালিয়াতি। এবার প্রতারণার শিকার বেহালা পর্ণশ্রীর এক বৃদ্ধ। ওই ব্যক্তির নাম স্বপন ঘোষ। ফোন পে’র মাধ্যমে মাঝেমধ্যে বাড়ির ইলেকট্রিক, টেলিফোন বিল জমা দিতেন তিনি।

গতকাল, শুক্রবার তার ফোনে হঠাৎ একটি মেসেজ আসে। সেখানে বলা হয়, কেওয়াইসি ফর্ম আপডেট করতে হবে, না করলে ফোন পে ব্যবহার করতে পারবেন না। বৃদ্ধ ব্যক্তি ফোনে জিজ্ঞাসা করে তাহলে কী করতে হবে, ফোনের ওপারে থাকা ব্যক্তি হিন্দিতে বলে, “আপনাকে আমাদের ফোন পে কাস্টোমার কেয়ার-এ ফোন করতে হবে।” এরপর একটি নম্বর দেন তিনি।

ওই নম্বরে ফোন করার পরে উল্টোদিকের ব্যক্তি টিম্ ভিওয়ার বলে একটি অ্যাপস ডাউনলোড করার কথা বলেন এবং কিছুক্ষণ ফোনে হোল্ড করতে বলেন। খানিকক্ষণ ফোন হোল্ডে রেখে বৃদ্ধ ব্যক্তির সঙ্গে কথোপকথন করার পর ওই বৃদ্ধ ব্যক্তিকে একটি লিঙ্ক পাঠানো হয় এবং বলা হয় এই লিঙ্কে দু’টাকা ফোন পে’র মাধ্যমে পাঠাতে।

যখন বৃদ্ধ ব্যক্তি ২টাকা পাঠান, তখন দেখেন ওই ব্যক্তির ব্যাংক একাউন্ট থেকে দুই খেপে ৯ হাজার টাকা থেকে মোট ১৮ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। এবং তারপরে ফোন কেটে যায়। ইতিমধ্যেই ওই ব্যক্তি এই ঘটনার অভিযোগ জানিয়েছে পর্ণশ্রী থানায়। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। সাইবার ক্রাইমেও অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন-পুরভোটের আগেই বাম কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে! কে জানেন?
