পুরোনো ছবি ফাঁস ঐশ্বর্যর, দেখছেন নেটিজেনরা

ঐশ্বর্য রাই বচ্চনের ১৯৯৪ সালের ছবি ঘুরছে নেট দুনিয়ায়। দেখছেন নেটিজেনরা। এখনও তাঁর রূপের ঝলকে ঘায়েল অনেক পুরুষই। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকদিন ধরেই ঐশ্বর্যর একটি ছবি ঘুরছে। তাতে যেমন কমেন্ট পড়ছে তেমন ছবিটি শেয়ার হচ্ছে প্রচুর।

ছবিটি ১৯৯৪ সালেরই। বিশ্বসুন্দরীর ক্রাউন এবং ড্রেস তখনও খোলেননি তিনি। কম্পিটিশনের জন্য দীর্ঘদিন কঠিন ডায়েট করেছিলেন এই অভিনেত্রী সেকথা বলাই বাহুল্য আর তারপরেই এই খেতাব জেতার পর নিজের পছন্দের লোভনীয় খাবারের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন ঐশ্বর্য। সেই ছবিই এতবছর পর ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন-এবার কি বৃষ্টির জেরে মাটি হচ্ছে দোল?