হেভিওয়েট নেতাদের কলকাতায় প্রার্থী হতেই হবে, দিল্লি-বিজেপির নির্দেশ রাজ্যকে

‘সামান্য’ কাউন্সিলর হতে তারা নারাজ৷ তাদের ফোকাস, একুশের বিধানসভা নির্বাচন৷ এ কথা অনেক আগেই জাতীয় তথা রাজ্য নেতৃত্বকে জানিয়ে দিয়েছিলেন বঙ্গ-বিজেপি’র হেভিওয়েট নেতারা৷

কিন্তু একাধিক নেতার ব্যক্তিগত এই আপত্তি উড়িয়ে কলকাতা পুরভোটে দলের হেভিওয়েট নেতাদের প্রার্থী করারই সিদ্ধান্ত নিলো বঙ্গ-বিজেপি৷ আসন্ন পুরভোটের রণকৌশল ঠিক করতে  রবিবার কলকাতায় আইসিসিআর অডিটোরিয়ামে রাজ্য বিজেপির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে৷

বৈঠকের পর দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরও একাধিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷

◾ তৃণমূল সরকারের ব্যর্থতা ও রাজ্যের দুর্দশা নিয়ে ১০ দফা চার্জশিট এবং সংকল্প পত্র তৈরি হচ্ছে৷ ১০ দফার এই চার্জশিট নিয়ে রাজ্যের ৫ কোটি মানুষের কাছে যাবে বঙ্গ-বিজেপি।

 

◾শহিদ মিনারে গত ১ মার্চ দলের ‘আর নয় অন্যায়’ কর্মসূচির সূচনা হয়েছিলো৷ এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের প্রচার ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে৷

 

◾ ‘আর নয় অন্যায়’ কর্মসূচির জন্য ১০টি প্রচার- ভিডিও তৈরি হচ্ছে।

 

◾ বঙ্গ-বিজেপি পুরভোটের প্রচারে বলবে, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ, উদ্বাস্তুদের ব্রাত্য করে রাখা, তৃণমূল সরকারের সামগ্রিক ব্যর্থতা, বাম আমলের ৩৪ বছরে শাসনের নামে শোষণ ইত্যাদি বিষয়৷

 

◾স্থানীয় ইস্যু নিয়ে প্রচার চালানো হবে৷ ব্যক্তি আক্রমণ কখনই করা হবে না।

◾ কলকাতা ও হাওড়া পুরভোটে দলের প্রার্থী তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।

 

◾ প্রার্থী তালিকার ১৫% ছাড়া হচ্ছে অন্য দল থেকে আসা নতুনদের জন্য৷

 

◾ ১৫ % ছাড়া হচ্ছে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের প্রার্থী করার জন্য।

 

◾ বাকি ৭০% আসনে প্রার্থী করা হবে দলের পুরনো নেতা-কর্মীদের মধ্য থেকেই।

 

◾প্রার্থী করা নিয়ে নতুন-পুরনো দ্বন্দ্ব না রাখতেই এই সিদ্ধান্ত।

 

◾ প্রতিটি ওয়ার্ডে তৈরি হবে ওয়ার্ড কমিটি৷ এই কমিটিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে রাখতে হবে। বুথকে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত৷

 

◾ রাজ্য নেতাদের তাদের নিজেদের ওয়ার্ডে প্রার্থী হওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷

 

◾প্রতিটি পুরসভা ও ওয়ার্ডের জন্য আলাদা ইস্তেহার তৈরি করা হচ্ছে।

 

বঙ্গ-বিজেপির এদিনের  বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ, দলের কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায় প্রমুখ।

Previous articleবিদেশ পালানোর ছক বানচাল, বিমানবন্দরে আটকানো হল ইয়েস ব্যাঙ্ক কর্তার মেয়েকে
Next articleক্যাচ মিস, ব্যাটিংয়ে খরা, বিশ্বরেকর্ড গড়ার সান্ত্বনা নিয়েই দেশে ফিরবেন শেফালি