ইয়েস ব্যাঙ্ক কর্তাকে তিনদিনের ইডি হেফাজত দিল কোর্ট

ইয়েস ব্যাঙ্কের আর্থিক কেলেঙ্কারি ও বিদেশে বেআইনি টাকা পাচারের অভিযোগে ব্যাঙ্কের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সিইও রাণা কাপুরকে তিনদিনের ইডি হেফাজতে পাঠাল মুম্বইয়ের আদালত। ১১ মার্চ পর্যন্ত তাঁকে হেফাজতে পেয়েছে তদন্তকারী সংস্থা ইডি। গ্রেফতারের পর রবিবারই তাঁকে আদালতে পেশ করা হয়। ইডির অভিযোগ, তদন্তে সহযোগিতা করছেন না কাপুর। ইডি বলে, রাণা কাপুর এবং ডিএইচএফএল অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত। ৬০০ কোটির বেআইনি আর্থিক লেনদেন হয়েছে। রাণা ও তাঁর পরিবারের সদস্যরা ব্যাঙ্ক ঋণের বিনিময়ে বিশাল অঙ্কের কিকব্যাক নিয়েছেন।

আরও পড়ুন-এটিএমে টাকা তোলা যাবে, জানাল ইয়েস ব্যাঙ্ক