এটিএমে টাকা তোলা যাবে, জানাল ইয়েস ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্ক সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের টাকা তোলার উপর। নির্দিষ্ট কিছু ক্ষেত্র বাদ দিয়ে মাসে ৫০ হাজারের বেশি টাকা তোলা যাবে না। এই নির্দেশের পর ইয়েস ব্যাঙ্কের একাধিক এটিএমে টাকা অমিল ছিল। ব্যাঙ্কের শাখাগুলিতে গিয়েও হয়রানির মুখে পড়ছিলেন গ্রাহকরা। অবশেষে ইয়েস ব্যাঙ্ক এক নির্দেশিকার মাধ্যমে জানিয়েছে, এবার এটিএমে টাকা তুলতে বাধা নেই। মাসে ৫০ হাজারের উর্ধসীমা অনুযায়ী সর্বত্র ইয়েস ব্যাঙ্ক অথবা অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা।

আরও পড়ুন-সোশ্যাল অ্যাকাউন্ট থেকে সরে গেলেন মোদি!

Previous articleসোশ্যাল অ্যাকাউন্ট থেকে সরে গেলেন মোদি!
Next articleকরোনা আতঙ্ক: মাথায় হাত রং ব্যবসায়ীদের