রাজ্যসভা: তৃণমূলের মতোই বাম-কংগ্রেসের প্রার্থী বিকাশের নাম মিলিয়ে দিলো বিশ্ববাংলা সংবাদ

নারী দিবসের দিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় নিজেদের নিশ্চিত ৪টি আসনে নিজেদের নাম ঘোষণা করেছেন। যে হুবহু মিলে গিয়েছিল এখন বিশ্ববাংলা

সংবাদের সঙ্গে। তৃণমূল নেত্রী টুইট করে রাজ্যসভার প্রার্থী হিসেবে অর্পিতা ঘোষ, মৌসম বেনজির নূর, সুব্রত বক্সি ও দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করেছিলেন। যা এখন বিশ্ববাংলা আগেই প্রকাশিত হয়েছিল।

ঠিক তার চব্বিশ ঘন্টার মধ্যে ফের ১০০ শতাংশ মিলে গেল এখন বিশ্ববাংলা সংবাদের খবর। এবার রাজ্যসভায় বাম-কংগ্রেসের জোট প্রার্থী হিসেবে আমরা বিশিষ্ট আইনজীবী তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য-এর নাম উল্লেখ্য করেছিলাম আমরা। আজ আমাদের সেই সংবাদের শিরোনাম ছিল, “রাজ্যসভায় প্রায় নিশ্চিত বলেই বামেদের মেয়র পদে আগ্রহ হারিয়েছেন বিকাশ”। এবং যেভাবে সংবাদ পরিবেশিত হয়েছিল, তাতে পরিষ্কার উল্লেখ ছিল। সর্বসম্মতভাবে বাম-কংগ্রেসের প্রার্থী হচ্ছেন বিকাশবাবু। এবং কোনও সমীকরণের তারও বিস্তারিত ব্যাখ্যা ছিল সেখানে।

আর এখন বিশ্ববাংলা সংবাদের সেই খবরেই সিলমোহর পড়লো বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রার্থী হওয়ায়।

আরও পড়ুন- রাজ্যসভায় প্রায় নিশ্চিত বলেই বামেদের মেয়র পদে আগ্রহ হারিয়েছেন বিকাশ

Previous article“আমি আছি সবার মাঝে যারা আমায় ভালোবাসো”, ফেসবুকে তাপসের স্মৃতি আঁকড়ে নন্দিনী
Next articleইয়েস ব্যাঙ্কের ভরাডুবির জন্য কেন দায়ী করা হচ্ছে রানা কাপুরকে, জানেন ?