“আমি আছি সবার মাঝে যারা আমায় ভালোবাসো”, ফেসবুকে তাপসের স্মৃতি আঁকড়ে নন্দিনী

সবই আছে। প্রতিবারের মতো এবারেও এসেছে দোল৷ আকাশে ভেসেছে আবির৷ প্রিয়জনের সঙ্গে বসন্ত উৎসবও আছে।

আজও দোলের দিন পাড়ায় পাড়ায় বেজেছে ‘দাদার কীর্তি’র ‘এল রে এল রে এল হোলি এল রে’ গান। চারধারে দাদার অজস্র কীর্তি রয়ে গিয়েছে৷

নেই শুধু ‘কেদার’ তাপস পাল ৷

৯ মার্চ দোল উৎসবের দিনে তাপসের অভাব যেন বড় বেশি করে টের পেলেন তাঁর স্ত্রী নন্দিনী৷ ফেসবুকে দোলের পুরনো ছবি শেয়ার করে সেই স্মৃতিই আঁকড়ে ধরতে চেয়েছেন হারিয়ে যাওয়া মিষ্টি স্মৃতি। দোলে তো এভাবেই বার বার দু’জনকে দেখেছে টালিগঞ্জ। দেখেছেন তাপস পালের অনুরাগী, সমর্থকেরাও। স্ত্রী নন্দিনীকে সঙ্গে নিয়ে সবার সঙ্গে রং খেলতেন তাপস। সে সবই আজ স্মৃতি। গত ১৮ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে স্তব্ধ হয় ‘দাদার কীর্তি’।

১৯৮০ সালের ‘কেদার’-তাপস ঠাঁই পেয়েছিলেন বাঙালির মনে৷ ২০২০-র বসন্ত উৎসবে ‘নেই’ তিনি! মেয়ে সোহিনী, স্ত্রী নন্দিনী ছিলেন তাঁর প্রাণ।
সবই আজ মনে পড়েছে নন্দিনীর৷ তাই এ বারের দোলের দিন ফেসবুকে নন্দিনীর পোস্ট,
“আমি আছি সবার মাঝে যারা আমায় ভালোবাসো ”

Previous articleরাজ্যসভা নির্বাচন: কানাইয়ার নাম ভাসিয়ে ফ্রন্টের মধ্যে কোণঠাসা বিধায়ক ভিক্টর
Next articleরাজ্যসভা: তৃণমূলের মতোই বাম-কংগ্রেসের প্রার্থী বিকাশের নাম মিলিয়ে দিলো বিশ্ববাংলা সংবাদ