এ দলে কাজ করতে পারছি না, জানানোর পরই কংগ্রেস থেকে বহিষ্কৃত জ্যোতিরাদিত্য

‘দল বিরোধী’ কাজ করার দায়ে দলের নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বহিষ্কার করলো কংগ্রেস৷ AICC নেতা কেসি ভেনুগোপাল এক বিবৃতিতে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন ।

বহিষ্কার করার আগেই অবশ্য কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ টুইটারের মাধ্যমে নিজের পদত্যাগ পত্র শেয়ার করার পর কংগ্রেসের তরফে বহিষ্কারের ঘোষণা করা হয়। কংগ্রেসের সাধারণ সম্পাদক ভেনুগোপাল এক বিবৃতিতে বলেন, “কংগ্রেস সভানেত্রী দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বহিষ্কারের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।”

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে লেখা তাঁর ইস্তফাপত্রে জ্যোতিরাদিত্য বলেছেন, “বরাবরই আমার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল আমার রাজ্য ও দেশের জনগণের সেবা করা, কিন্তু আমি মনে করছি এই দলের (কংগ্রেসের) মধ্যে থেকে সেই কাজ আর আমি করতে পারছি না”।

পদত্যাগ পত্র জ্যোতিরাদিত্যের

এদিকে, সূত্রের খবর,
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পর কংগ্রেসের ২০ জন বিধায়কও মঙ্গলবার মধ্যপ্রদেশ বিধানসভায় তাঁদের পদত্যাগ পত্র পেশ করেছেন৷ এরা সকলেই
সিন্ধিয়া-লবির৷

Previous articleপার্থর বাড়ি বৈশাখী, শোভন তাহলে বিজেপিতেই?
Next articleরবীন্দ্রভারতীতে রবি- গান বিকৃতির তদন্তে কলকাতা পুলিশ