মুকুলকে আনুন রাজ্যসভায়, নাড্ডাকে বললেন কৈলাস

লক্ষ্য যদি পশ্চিমবঙ্গ হয়, তাহলে মুকুল রায়কে রাজ্যসভায় এনে বাংলায় দলের জোর বাড়ানো হোক। অন্য কোনো রাজ্য থেকে তাঁকে রাজ্যসভায় আনা হলেও তিনি বাংলাতেই কাজ করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও মুকুলকে আনা দরকার। এতে বাংলায় দলের লাভ। বিজেপি সভাপতি নাড্ডাকে এই প্রস্তাব দিয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়। অন্তত দলীয় সূত্রে তেমনই খবর। যদিও সংশ্লিষ্ট কোনো মহল থেকে এবিষয়ে কিছু বলা হয় নি। কৈলাস নাড্ডাকে বুঝিয়েছেন বাংলায় দলকে আরও আক্রমণাত্মক করতে মুকুল রায়কে শক্তিশালী করা বিশেষ প্রয়োজন। নাড্ডা কী বলেছেন তা জানা যায় নি। বিজিপির অন্য অংশ বলছে এই জল্পনাটাই ভুল। কৈলাস এরকম কোনো উদ্যোগ নেন নি। বাংলায় দিলীপ ঘোষের মতামত বাদ দিয়ে কিছু হবে না।

Previous articleরিচা ফিরল শহরে, বলল, চ্যাম্পিয়নদেরই মানুষ মনে রাখে
Next articleপার্ক সার্কাস কাণ্ডে রাতভর তল্লাশি রেল পুলিশের, অদিতির সাহসিকতাকে কুর্নিশ গোটা বাংলার