রিচা ফিরল শহরে, বলল, চ্যাম্পিয়নদেরই মানুষ মনে রাখে

রানার্স আপদের কেউ মনে রাখে না। বিশ্বকাপ ফাইনাল খেলে কলকাতায় ফেরার পর বললেন বাংলার গর্ব শিলিগুড়ির রিচা ঘোষ। মাধ্যমিক না দিয়ে ১৬ বছরের রিচা পৌঁছেছিল অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলতে। যেটুকু সুযোগ পেয়েছেন, চেষ্টার ত্রুটি রাখেননি।

বিমানবন্দর থেকে বেরনোর পরেই তাঁকে অভিনন্দন জানালেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে। ১৪ রান করে রিচা। আর ফাইনালে তানিয়া ভাটিয়া চোট পাওয়ায় কনকাশান সাব হিসাবে ব্যাট করেন। ১৮ বলে ১৮ রান করে। রিচার আশা, আর একটু পরিশ্রম করলে বিশ্বকাপ। আর আমি পরিশ্রম করে দলে নিয়মিত হতে চাই, বলল বাংলার গর্ব।

Previous article১৫ লক্ষ টাকায় শৌচাগার! টিম পিকে বিস্মিত!
Next articleমুকুলকে আনুন রাজ্যসভায়, নাড্ডাকে বললেন কৈলাস