Sunday, August 24, 2025

ধীরে ধীরে চড়ছে কলকাতার পারদ। অন্যদিকে হোলির পরেই বৃষ্টির ভ্রুকুটি তৈরি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার কারণে ফের বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গ। সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি বাড়ছে সর্বোচ্চ তাপমাত্রাও। সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে কিছুটা নীচেই রয়েছে কলকাতায়। বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে এই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.০ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে কলকাতাতেও। মঙ্গলবার রাতে উত্তর-পশ্চিমে হিমালয়ে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকেছে। ফলে বুধবার থেকেই আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনার রয়েছে। যার প্রভাব পড়তে পারে বাংলাতেও। হাওয়া অফিস জানিয়েছে এবছর দক্ষিণবঙ্গে তুলনামূলক কম গরম পড়তে পারে। অন্যান্য বছরের তুলনায় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, ‘‘মার্চ থেকে মে মাস পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছেই থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি হলে ০.৫ ডিগ্রী বেশি থাকবে। ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম হলেও হতে পারে কিন্তু এর চেয়ে খুব বেশি হওয়ার সম্ভাবনা কম। উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৫ থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। যা অন্যান্য বছরের তুলনায় বেশি উষ্ণ।’’

আরও পড়ুন-মমতার দরাজ প্রশংসায় বিজেপি সাংসদ রূপা

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...
Exit mobile version