সেনসেক্স, নিফটির রেকর্ড পতন, বিশ্বজুড়ে আর্থিক মন্দার আশঙ্কা

করোনার জের। বিশ্ব শেয়ার বাজারে ধস। মুম্বই শেয়ার বাজারের সূচক পড়ল ২৬০০ পয়েন্ট। নিফটি ৭০০ পয়েন্টের বেশি পড়ে ১০হাজারের নিচে। ডলারের তুলনায় টাকার দামেরও রেকর্ড পতন। ডলারের তুলনায় ৭৪.৫০টাকা।

বুধবার রাতেই করোনা ভাইরাসকে মহামারী ঘোষণা করেছে হু। ইউরোপীয়দের আমেরিকা ভ্রমণের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ভারতও বাতিল করেছে সমস্ত ট্রাভেল ভিসা। এর মাঝে সকালে শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্স পড়ে ১৫০০, ক্রমশ বেড়ে ২৭০০ পয়েন্ট। পতন প্রায় ৭.৫%। নিফটির পতনও প্রায় ৭.৫%। গত ২ বছরে ১০হাজারের নিচে নামেনি নিফটি। আমেরিকার এনওয়াইএসই ও ন্যাসডাক আর জাপানের নিকেই শেয়ার বাজারেও ধস। ফলে লগ্নিকারীদের মধ্যে শেয়ার বিক্রি করার প্রবণতা বেড়েছে। ফলে পৃথিবী জুড়ে আতঙ্কের পাশাপাশি এখন আর্থিক পরিবেশও ক্রমশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

Previous articleকরোনা-আতঙ্কের মধ্যেই, আজ শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার ওয়ান ডে দ্বৈরথ
Next articleহুগলি নদীর মাঝখানে ডুবল বার্জ