আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে আগুন

আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে আগুন লাগল। দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছায় ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম।
অবজারভেশন ওয়ার্ডের বাইরে প্লাস্টিকের ছাউনির উপর গ্রিলের ওয়েল্ডিং-এর কাজ চলছিল। প্রতক্ষ্যদর্শীরা জানান, এদিন বিকেল সাড়ে ৩টে নাগাদ আগুনের ফুলকি ছিটকে এসে পড়ে প্লাস্টিকের শেডে। তা থেকেই আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় চারদিক। আগুন লাগার সঙ্গে সঙ্গেই প্রায় ৪০  জন রোগীকে ওই ওয়ার্ড থেকে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন।

Previous article#ArrestRoddurRoy: দাবিতে সরব বাংলার শিল্পীমহল
Next articleছাত্রীকে জাত তুলে অপমান, শিক্ষিকাকে চড়! গ্রেফতার অধ্যক্ষা