আর কয়েক ঘণ্টা পরেই আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা । মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখার জন্য সংসদ রাজ্যের কাছে আর্জি জানিয়েছে।
রাজ্যে ২৫০ টি স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে। সেখানে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ডিটেক্টর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে প্রতিটি পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দেখা হবে। পরীক্ষা হলে একটিও মোবাইল নেই নিশ্চিত হলে, তারপরই প্রশ্নপত্র বণ্টন করা হবে বলে জানিয়েছে সংসদ।
