Tuesday, August 26, 2025

প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। বুধবার, রাত পৌনে ১২টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। শোকজ্ঞাপন করেন তিনি।
দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন সন্তু মুখোপাধ্যায়। বুধবার সন্ধেয় দক্ষিণ কলকাতার বাসভবনে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৬৯ বছর। তপন সিনহার ‘রাজা’ সিনেমা দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু। তরুণ মজুমদার, হরনাথ চক্রবর্তী সহ বিভিন্ন পরিচালকের ছবিতে কাজ করেছেন সন্তু মুখোপাধ্যায়। হারমোনিয়াম, গণদেবতা, কলঙ্কিনী কঙ্কাবতী ছবিতে তাঁর অভিনয় এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। ছবির পাশাপাশি বাংলা নাট্যমঞ্চে তিনি ছিলেন পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে বাংলা সিরিয়ালেও কাজ করেছেন সন্তু। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও ছেদ পড়েনি অভিনয়ে। কয়েকদিন আগে পর্যন্ত ধারাবাহিকের শুটিং করেছেন। তাঁর মৃত্যুতে বাংলা সিনেমা জগতে শোকের ছায়া নেমে আসে। তাঁর দুই কন্যার মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায় বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী। সন্তু মুখোপাধ্যায়ের ভাই সুমন মুখোপাধ্যায়ও অভিনয় জগতের অত্যন্ত পরিচিত মুখ। এদিন সন্ধেয় সন্তু মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাড়িতে ভিড় জমান টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা।
প্রিয় অভিনেতা ও সহকর্মীর প্রয়াণে শোকপ্রকাশ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, পরমব্রত চট্টোপাধ্যায় সহ অনেকেই। বর্ষীয়ান অভিনেতাকে স্মরণ করে টুইট করেন রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, মিমি চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী সহ অনেকেই।

Related articles

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...
Exit mobile version