বেনজির, জীবিত থাকতেই নিজের মূর্তি তৈরি করেছেন বিধায়ক !

নামীদামি মানুষের মূর্তি আমরা দেখতে অভ্যস্ত । কিন্তু কোনও বিধায়ক তাঁর নিজের মূর্তি তৈরি করেছেন, তাও আবার জীবিত থাকতে থাকতে এ দৃশ্য বিরল!
অথচ বাস্তবে এমনই কাণ্ড ঘটিয়েছেন গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর।
কিন্তু কেন এমন চিন্তাভাবনা? তারও উত্তর তৈরি । খোদ বিধায়ক বলছেন,কোনও অঘটন ঘটে গেলে পরিবারের লোকজন বা দলীয় কর্মীরা যদি ইচ্ছাপূরণ না করেন তাই তিন বছর আগে তিন-তিনটি ফাইবারের মূর্তি তিনি তৈরি করে রেখেছেন নিজের বাড়িতেই।
বর্ষীয়ান ওই তৃণমূল নেতার বক্তব্য , তিনবছর আগে আমায় খুনের ষড়যন্ত্র হয়েছিল। আমার উপর হামলাও করা হয়েছিল। কপালজোড়ে প্রাণে বেঁচে গিয়েছিলাম। তারপরই মূর্তি তৈরি করে রাখার সিদ্ধান্ত নিই।
যেমন ভাবা তেমন কাজ। তাঁর উচ্চতা সাড়ে পাঁচফুট। তিনটির মধ্যে দুটি মূর্তি একেবারে পা থেকে মাথা পর্যন্ত সাড়ে পাঁচফুটের। আরএকটি আবক্ষ মূর্তিও তৈরি করে রেখেছেন তিনি । বলা তো যায় না, তাঁর অবর্তমানে যদি আবক্ষ মূর্তি কেউ প্রতিষ্ঠা করতে চান! সেই সমস্যার সমাধান তাই জয়ন্তবাবু নিজেই করেছেন । তিনি যে স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক তাঁর অনুরোধ ফেলতে না পেরে আবক্ষ মূর্তিটি তৈরি করেছেন বলে দাবি করেছেন বিধায়ক।

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleকরোনায় ভারতে দ্বিতীয় মৃত্যু, দিল্লিতে প্রাণ হারালেন এক বৃদ্ধা