করোনায় ভারতে দ্বিতীয় মৃত্যু, দিল্লিতে প্রাণ হারালেন এক বৃদ্ধা

কর্ণাটকের পর রাজধানী। ফের করোনায় মৃত্যু। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটল দিল্লিতে। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে মারা যান ৬৮ বছর বয়সি এক বৃদ্ধা। মৃত বৃদ্ধা দিল্লির জনকপুরী এলাকার বাসিন্দা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে স্বাস্থ্যমন্ত্রক।

ওই বৃদ্ধার ছেলেও করোনা ভাইরাসে আক্রান্ত । সম্প্রতি তিনি ইতালি এবং সুইৎজারল্যান্ড থেকে ফিরেছিলেন। তার পরেই বৃদ্ধার ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত হন। ছেলের শরীর থেকেই বৃদ্ধার শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছিল বলে খবর। বৃদ্ধার ছেলেও ওই একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Previous articleবেনজির, জীবিত থাকতেই নিজের মূর্তি তৈরি করেছেন বিধায়ক !
Next articleকংগ্রেসের একাংশর উল্টো ভোট হলেই বিকাশকে হারিয়ে দীনেশের জয়