কংগ্রেসের একাংশর উল্টো ভোট হলেই বিকাশকে হারিয়ে দীনেশের জয়

সাদা চোখে বাম-কং যৌথ প্রার্থী বিকাশ ভট্টাচার্যের জয় নিশ্চিত।
কিন্তু কংগ্রেস শিবিরের খবর ভালো নয়।
মূলত তাদের ভরসাতেই দীনেশ বাজাজকে নির্দল প্রার্থী করেছে তৃণমূল।
কংগ্রেসের এই অংশটি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে বিকল্প প্রার্থী চাইছিল। এমনকি এখানকার কংগ্রেসের এক বড় নামও তৈরি ছিলেন বলে খবর। তৃণমূল মীরা কুমারকে চায়। সেটাতে তারা রাজি হয় নি। তখন দীনেশ বাজাজ।

খবর হল, তৃণমূল মনে করছে কংগ্রেসের একটি অংশ বিকাশ ভট্টাচার্যকে ভোট দেবে না। তৃণমূলও মনেপ্রাণে চায় না বিকাশের জয়। বিভিন্ন মামলা মোকদ্দমা ও উগ্র সক্রিয় তৃণমূলবিরোধিতায় এগিয়ে বিকাশ। ফলে তৃণমূল তাঁকে হারাতে নেমেছে।

বিজেপির বিধায়করা যদি ভোট দিতে আসেন তাহলে তাঁরা দীনেশকেই ভোট দিতে পারেন। দীনেশকে এবিষয়ে দিলীপ ঘোষের সঙ্গে কৌশলী কথা বলায় ছাড় দেওয়া হতে পারে।

ফলে তৃণমূল, কংগ্রেসের একাংশ ও বিজেপির ভোট ধরলে দীনেশ বিকাশকে হারিয়ে দিতে পারেন।
বিপদ বুঝে সিপিএম কথা বলছে কংগ্রেসের সঙ্গে।

আবার তৃণমূলের বাকি প্রার্থীদের জন্য বরাদ্দ সব ভোট অটুট রাখাও তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ।

Previous articleকরোনায় ভারতে দ্বিতীয় মৃত্যু, দিল্লিতে প্রাণ হারালেন এক বৃদ্ধা
Next articleMedia breaking: ‘আজকাল’ পরিচালনায় নয়া কমিটি, নাম নেই অশোক দাশগুপ্তর